বেঁচে আছেন শিনা বোরা? CBI-কে নোটিশ সুপ্রিম কোর্টের

শিনা বোরা হত্যাকাণ্ডে নয়া মোড়, এবার এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, ইন্দ্রাণী মুখার্জির জামিনের আবেদনে সিবিআইকে নোটিশ দিয়েছে…

শিনা বোরা হত্যাকাণ্ডে নয়া মোড়, এবার এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, ইন্দ্রাণী মুখার্জির জামিনের আবেদনে সিবিআইকে নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

ইন্দ্রাণী মুখার্জী, যিনি বর্তমানে একটি বিশেষ সিবিআই আদালতের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন, তিনি গত সপ্তাহে তার জামিনের আবেদন দায়ের করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট একটি অনুলিপি পেতে ব্যর্থ হওয়ার পরে সোমবার পর্যন্ত শুনানি স্থগিত করে দিয়েছিল। এরপর জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে ইন্দ্রাণী মুখার্জীর হয়ে সওয়াল করে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টকে বলেন, “তিনি সাড়ে ছয় বছর ধরে জেলে রয়েছেন। এই বিচার আগামী ১০ বছরের মধ্যে হবে না”।

বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চকে তিনি বলেন, “১৮৫ জন সাক্ষীকে এখনও পরীক্ষা করা হয়নি ও গত ১৮ মাসে কোনও সাক্ষীকে পরীক্ষা করা হয়নি।” রোহতগি উল্লেখ করেছেন যে তার মক্কেলের প্রাক্তন স্বামী, প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখার্জী, গত বছরের মার্চ মাসে জামিনে মুক্তি পেয়েছিলেন এবং ইন্দ্রাণী সেরিব্রাল ডিজিজে ভুগছেন”।

২০২১ সালের ডিসেম্বর মাসে ইন্দ্রাণী মুখার্জী সিবিআইকে চিঠি লিখে দাবি করেন যে তার মেয়ে এখনও বেঁচে আছে এবং কাশ্মীরে বসবাস করছে।