প্রচারে শেষদিনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

  শেষ দিনের প্রচারে বাড়ি বাড়ি বহিরাগত ছেলেদের নিয়ে এসে টাকা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ দেখায় স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা। ঘটনাটি…

BJP

 

শেষ দিনের প্রচারে বাড়ি বাড়ি বহিরাগত ছেলেদের নিয়ে এসে টাকা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ দেখায় স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা।

ঘটনাটি ঘটেছে গয়েশপুর পুরসভা এলাকায়। শুক্রবার এই পুরসভার ১৫ নং ওয়ার্ডে সকালবেলায় শেষ দিনের প্রচার তৃণমূলের অভিযোগ, গয়েশপুর পুরসভার ১৫ নং এবং ১৬ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের এনে ভোটারদের ভুল বুঝিয়ে বাড়ি বাড়ি টাকা ও লিফলেট বিলি করছে বিজেপি।

ঘটনার কথা জানাজানি হতেউ উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি প্রার্থী কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মীও। এরপর ঘটনাস্থলে বিজেপি বিধায়ক অম্বিকা রায় গেলে বিক্ষোভ আরও বড় মাত্রা নেয়। এলাকার তৃণমূল কর্মীরা ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়ার পর কোন রকমে এলাকা থেকে বেরিয়ে আসেন বিধায়ক।

তৃণমূলের দাবি, শুক্রবার বিজেপি প্রার্থী খামে ভরে ভোটারদের টাকা দিয়ে কেনার চেষ্টা করছিল। যদিও সকল অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। তাঁর পাল্টা দাবি, ভুয়ো খবর ছড়াচ্ছে তৃণমূল। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ।