Tet Scam: বাম চিরকুটে নয় তৃণমূল লেটারপ্যাডেই চাকরির সুপারিশ, প্রবল বিড়ম্বিত মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি বাম আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো। তবে এই দাবির পর তিনি প্রমাণ দিতে পারেননি। এবার তৃণমূল আমলে চিরকুটে নয়…

Tet Scam

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি বাম আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো। তবে এই দাবির পর তিনি প্রমাণ দিতে পারেননি। এবার তৃণমূল আমলে চিরকুটে নয় দলীয় লেটারপ্যাডে (Letter pad) শিক্ষক নিয়োগের সুপারি নিয়ে তীব্র বিতর্ক। প্রাথমিক শিক্ষক নিয়োগ দূর্নীতির (Tet Scam) তদন্তে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতারের পরেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

অভিযোগ, মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি থাকাকালীন ২০১২ সালে পূর্ব মেদিনীপুরে নিয়োগ হয়েছিল প্রভাবশালী নেতাদের সুপারিশে। এবার সেই তালিকা প্রকাশ্যে ছড়িয়েছেন টেট চাকরি প্রার্থীরা।

তৃণমূল কংগ্রেসের লেটারপ্যাডে চাকরি প্রার্থীদের নাম, এনরোলমেন্ট নম্বর, কত সালে পরীক্ষা দিয়েছে সেই কথাও উল্লেখ রয়েছে। ফেসবুকে তালিকা প্রকাশ করেছেন আইনজীবী ও সিপিআইএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। এটি যাচাই করেনি kolkata 24×7

ফেসবুকে সব্যসাচী লেখেন, “২০১২ সালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিকে চাকরি বিক্রি হয়েছিল বলে শুনেছিলাম! আজ তার প্রথম কিস্তির নাম প্রকাশ করলাম। শুধু মাত্র ময়না ব্লকের। আশা করি রাজ্যের প্রধাণ বিরোধী দল এই ঘটনারও নিরপেক্ষ তদন্ত চাইবে??” তবে বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি নীরব।

এই নিয়োগ দুর্নীতির সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি এখন বিজেপিতে। বিরোধী দলনেতা। আর সিপিআইএম নেতা ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রকাশিত তালিকা নিয়ে রাজনৈতিক শোরগোলের মাঝে কটাক্ষের তীর উড়ে যাচ্ছে শুভেন্দুর দিকে।

অভিযোগ,পূর্ব মেদিনীপুরের তৃ়ণমূল কংগ্রেস সংগঠন সামলানো শুভেন্দু অধিকারী বহু নেতা ও ঘনিষ্ঠদের নামে চাকরি পাইয়ে দিয়েছিলেন। কখনও সাদা খাতা জমা দিয়ে আবার কখনও নম্বর বাড়িয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগ বারবার উঠেছে তৃ়ণমূলের বিরুদ্ধে।