BJP: যতকাণ্ড পিকনিকে, শো-কজ খাচ্ছেন নেতারা

বেসুরোদের বিদ্রোহের জেরে বিগত কিছুদিন ধরেই জেরবার বঙ্গ বিজেপি (BJP)। সাংগঠনিক রদবদলে অসন্তুষ্ট হয়ে বিজেপির হোয়াটস গ্রুপ ছাড়েন বাংলার একাধিক নেতা। এবার দল বিরোধী কাজের…

kolkata24x7 30 BJP: যতকাণ্ড পিকনিকে, শো-কজ খাচ্ছেন নেতারা

বেসুরোদের বিদ্রোহের জেরে বিগত কিছুদিন ধরেই জেরবার বঙ্গ বিজেপি (BJP)। সাংগঠনিক রদবদলে অসন্তুষ্ট হয়ে বিজেপির হোয়াটস গ্রুপ ছাড়েন বাংলার একাধিক নেতা। এবার দল বিরোধী কাজের অভিযোগে জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজ করল ভারতীয় জনতা পার্টি।

দুই নেতাকে রবিবার বিজেপির তরফে জারি করা শোকজ নোটিশে জানানো হয়েছে, ‘আপনার দ্বারা গত কিছুদিন ধরে পার্টি বিরোধী বিবৃতি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী মাননীয় সভাপতি ও সাংসদ ড: সুকান্ত মজুমদার মহাশয়ের নির্দেশে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জানানোর জন্য বলা হচ্ছে।’

   

বনগাঁর পর রবিবার উত্তর ২৪ পরগনা জেলাায় সাংসদ শান্তনু ঠাকুরের উদ্যোগে ফের পিকনিকের আসরে বসেন বিজেপি বেসুরোরা। পিকনিকে জয়প্রকাশ ও রীতেশ সামিল ছিলেন। শো কজ পাওয়ার নোটিশ অস্বীকার করেছেন দুই নেতাই।

বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন, সকল বেসুরো নেতাদের নিয়ে বৈঠক করা হবে। তিনি আরও বলেন, বিজেপির অনেক কর্মী নিরাপত্তার অভাবে ভুগছেন। কাজ হারিয়ে বেকার হয়ে বসে আছেন। সেই সকল বসে যাওয়া কর্মীদের উৎসাহ দিতে গোটা বাংলায় পিকনিকের আসর বসানো হবে।