HomeWest BengalBirbhum: নিহত বিজেপি নেতার স্ত্রী তৃণমূল ঘনিষ্ঠ 'নির্দল প্রার্থী', মহম্মদবাজার সরগরম

Birbhum: নিহত বিজেপি নেতার স্ত্রী তৃণমূল ঘনিষ্ঠ ‘নির্দল প্রার্থী’, মহম্মদবাজার সরগরম

- Advertisement -

পঞ্চায়েত ভোটের আগে মহম্মদবাজারে বিজেপি সমর্থক অমিত মাহারাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ। নিহতের স্ত্রী ছবি মাহারা পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী। জানা যাচ্ছে তিনি তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়াই করছেন। অভিযোগ, এই কারণেই ছবি মাহারার স্বামীকে খুন করা হয়েছে। বীরভূম (Birbhum) জেলা সরগরম।

মহম্মদবাজারের সারেন্ডা গ্রামের রাস্তার উপর বিজেপি নেতা অমিত মাহারার দেহ মিলেছে। জেলা বিজেপির অভিযোগ, খুন করা হয়েছে। এই খুনে জড়িত তৃণমূল। আরও অভিযোগ, অমিত মাহারার স্ত্রী নির্দল প্রার্থী হওয়ায় তৃণমূলের প্রার্থীর জয় নিশ্চিত নয়। এই কারণে তার স্বামীকে খুন করা হয়েছে। সব অভিযোগ অস্বীকার করেছে তৃ়ণমূল।

   

বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর জেরে সারেন্ডা গ্রামে রাজনৈতিক উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে গেলে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে ঘেরাও করে রাখেন এলাকাবাসী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular