Birbhum: উস্কে উঠল ছোট আঙারিয়া ভয়, রামপুরহাটে ১০ জনকে পুড়িয়ে খুন

তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে বোমা মেরে  খুনের ঘটনায় বীরভূমের (Birbhum) রামপুরহাটে ভয়াবহ কান্ড। ঘটনার রেশ ধরে অন্তত দশ জনকে পুড়িয়ে খুন করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে…

Birbhum: উস্কে উঠল ছোট আঙারিয়া ভয়, রামপুরহাটে ১০ জনকে পুড়িয়ে খুন

তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে বোমা মেরে  খুনের ঘটনায় বীরভূমের (Birbhum) রামপুরহাটে ভয়াবহ কান্ড। ঘটনার রেশ ধরে অন্তত দশ জনকে পুড়িয়ে খুন করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

সোমবার রাতে বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়। তার বাড়ি বগটুই গ্রামে।এই ঘটনার পর রাতভর তাণ্ডব চলে এলাকায়। গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার পরিস্থিতি এমন যে পুরো গ্রামে মৃত্যু মিছিল। ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

   

সোমবার রাতে রামপুরহাটে জাতীয় সড়কের পাশ থেকে উপপ্রধান ভাদু শেখকে বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা খুন করা হয়। অভিযোগ, এরপরই ভাদু শেখের  অনুগামীরা  এলাকায় তাণ্ডব করে। মঙ্গলবার গ্রাম থেকে পরপর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে। অভিযোগ একপক্ষ অন্য পক্ষকে খুন করেছে।

Birbhum: উস্কে উঠল ছোট আঙারিয়া ভয়, রামপুরহাটে ১০ জনকে পুড়িয়ে খুন

এদিকে রামপুরহাটের ঘটনার জেরে উস্কে উঠেছে২০০১ সালের ৪ জানুয়ারি ছোট আঙারিয়ার ঘটনা। তৎকালীন সিপিআইএম জমানায় পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে রাজনৈতিক হামলা হয়। ৫ জনকে পুড়িয়ে খুন করা হয়। নিহতরা টিএমসির সমর্থক। অভিযুক্ত সিপিআইএম। 

Advertisements