HomeWest BengalBirbhum: যেন শো রুম! রাইস মিলে অনুব্রতর গাড়ির সারি, গোডাউনে আর কী...

Birbhum: যেন শো রুম! রাইস মিলে অনুব্রতর গাড়ির সারি, গোডাউনে আর কী পাবে সিবিআই?

- Advertisement -

বোলপুর জুড়ে কানাকানি সিবিআই…সিবিআই… সিবিআই। চলছে তল্লাশি। গোরু পাচার তদন্তে বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল যদিও জেরায় মুখ খুলছেন না। তবে কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল বোলপুরে শুরু করেছে অভিযান। এই পর্বে অনুব্রত মণ্ডলের রাইস মিলে ঢুকে হতবাক সিবিআই। সার সার গাড়ি। যেন শো রুম!

শুক্রবার সকালে বোলপুরের ভোলে বোম রাইস মিলে তল্লাশি অভিযান চালিয়ে সিবিআইয়ের সন্দেহ এত গাড়ি কী করতেন অনুব্রত।

   

রাইসমিলের গ্যারেজে একাধিক দামী গাড়ি মিলেছে। প্রত্যেকটি গাড়িতে সাঁটানো রয়েছে ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা স্টিকার। রয়েছে পাইলট কার। এই গাড়ির মালিক কারা? তা নিয়েই উঠেছে প্রশ্ন।

কেষ্টর পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেষ্টকে জেরা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিবিআই। পড়ুন: 

গোরু পাচারকারী আবদুল পলাতক, অনুব্রতর মুখ খোলাতে ঘাম ছুটছে সিবিআইয়ের

এদিন রাইস মিলে ঢোকা নিয়ে একপ্রস্থ নাটক হয়। প্রায় ৪০ মিনিট ধরে অপেক্ষা করতে হয় সিবিআইকে। আধ ঘন্টার বেশি সময় কেন রাইস মিলের সদর দরজা বন্ধ করে রাখা হয়েছি সেটাও জানার চেষ্টা করেছেন সিবিআই আধিকারিকরা।

সিবিআই খুঁজছে চালকলের আসল মালিক কে? চালকলের আর্থিক লেনদেন কীভাবে হতো? জানা যাচ্ছে বাম জমানার পর অর্থাত ২০১১ সালের পর এই মিল অনুব্রত মণ্ডল কিনে নেন। এর অংশীদার হন ছবি মণ্ডল, তিনি অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী। বাকি ৫০ শতাংশ মালিকানা অনুব্রত-কন্যা সুকন্যার।

এই চালকল থেকে চাল তৈরি নাকি আরও কিছু করা হতো? সিবিআই খুঁজছে উত্তর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular