Sports news: আঠাশের মহারণের দিকে তাকিয়ে কাঁপছে ক্রীড়াজগৎ

Sports news: ২৮ আগস্ট, ২০২২ ভারতীয় ক্রীড়া ক্যালেন্ডারে চোখ রাখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কেন? এই দিনে এশিয়া কাপে দুবাই’তে ২২ গজে নামতে চলেছে প্রতিবেশী…

Sports News

Sports news: ২৮ আগস্ট, ২০২২ ভারতীয় ক্রীড়া ক্যালেন্ডারে চোখ রাখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কেন? এই দিনে এশিয়া কাপে দুবাই’তে ২২ গজে নামতে চলেছে প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ক্রিকেট দল।

আর একই দিনে ভারতের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৯০ মিনিটের লড়াইতে মুখোমুখি হতে চলেছে আরোও এক চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গল -ATK মোহনবাগান। লিয়েন্ডার পেজ থেকে শুরু করে অচিন্তা শরৎ কমল পারফর্মেন্সের সামনে “বয়স” যেভাবে একটা “সংখ্যা” মাত্রা, ঠিক তেমনভাবে দুবাই আর কলকাতার ভৌগলিক অবস্থান আপেক্ষিক। আবেগের চরম এবং চূড়ান্ত ব্যাটলে মাঠে নামতে খেলোয়াড়রা তেতে রয়েছে। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত অষ্টমবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাবর আজমদের বিরুদ্ধে।

অন্যদিকে, শতবর্ষের পুরনো ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (ইমামি ইস্টবেঙ্গল -ATK মোহনবাগান) ৩৬২ তম হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ কি হতে চলেছে তা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের জনতার শরীরের রক্তকণিকা তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে!

গত ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ১৯ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রাতারাতি তারকা মর্যাদা পাওয়া কিয়ান নাসিরির চোখ ধাঁধানো পারফরর্মেন্সের ওপর ভর করে ৩৬১ তম ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন,৩-১ গোলের সুবাদে। ৫৯ বছরে স্টিফেন কনস্ট্যানটাইনের মগজাস্ত্রের বিরুদ্ধে হাটুর বয়সী ৪১’র হুয়ান ফেরান্দোর ছক ;সবথেকে বড় কথা ২২ গজে ক্রিকেটের মহারণ হোক কিংবা কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ‘ইজ্জতের লড়াই’ দুই ব্যাটল ফিল্ডে ‘মাইন্ড গেম’ অর্থাৎ মনস্তাত্ত্বিক লড়াই শুধু ক্রিকেটার -ফুটবলারদের কাছেই নয়!দলের হেডকোচ- ম্যানেজার থেকে শুরু করে সার্পোট স্টাফ আসমুদ্র হিমাচল জুড়ে এটা এক অঘোষিত ছায়া যুদ্ধ (প্রক্সি ওয়ার),যেখানে কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

২২ গজের ব্যাট বলের লড়াইতে গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার পারফরর্মেন্স(১০ উইকেটে হার) অন্যদিকে,টানা ৫ ডার্বি ম্যাচের রঙ (আই লিগ এবং আইএসএল মিলিয়ে) সবুজ মেরুন, তাই দুবাই হোক আর কলকাতা ‘প্রেস্টিজিয়ার্স ফাইটের’ রঙ বদল করতে মরিয়া তাগিদ ঝলসে উঠবে কুশীলবদের পারফরর্মেন্সে একথা বলাই চলে।