Birbhum: রাত নামতেই ফের বোমা মারার হুমকি, সাঁইথিয়ার গ্রামে ছড়িয়ে রক্তের দাগ

বোমাতঙ্কের রাত নেমেছে ফের। বীরভূমের (Birbhum) বহড়াপুরে সন্ধে নামতেই ঘিরে ধরছে আতঙ্ক। ফের বোমা মারার হুমকি আসছে। তৃ়ণমূল কংগ্রেস (TMC) গোষ্ঠিবাজির জেরে সোমবার বোমা বৃষ্টি…

বোমাতঙ্কের রাত নেমেছে ফের। বীরভূমের (Birbhum) বহড়াপুরে সন্ধে নামতেই ঘিরে ধরছে আতঙ্ক। ফের বোমা মারার হুমকি আসছে। তৃ়ণমূল কংগ্রেস (TMC) গোষ্ঠিবাজির জেরে সোমবার বোমা বৃষ্টি হয়েছে সাঁইথিয়ার বহড়াপুরে। মঙ্গলবার পরিস্থিতি আরও আতঙ্কের।

ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে রক্তের দাগ। প্রাণের দায়ে গ্রাম ছেড়েছেন অনেকে। দিনভর বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে একাধিক বোমা। কমপক্ষে ৪০টি বোমা মিলেছে। নিরাপদ দূরত্বে বোমা নিষ্ক্রিয় করা হয়।

  • পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে তৃ়ণমূল কংগ্রেসের গোষ্ঠিদ্বন্দ্ব প্রবল
  • গোরু পাচার তদন্তে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে বন্দি
  • জেলার বিভিন্ন ব্লকে তৃণমূলে ভাঙন ও সিপিআইএমে যোগদান চলছে

সোমবার তৃনমূলের গোষ্ঠি সংঘর্ষের পর জানা যাচ্ছে যারা বহড়াপুর থেকে প্রানভয়ে পালিয়েছেন তাদের কাছে এসেছে হুমকি-আরও মারব বোমা! এতেই আরও আতঙ্ক। পুরো বহড়াপুর নিঝুম।

তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে সোমবারের বোমাবাজির পর, মঙ্গলবারও থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। এখনও পর্যন্ত ১২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামে পুলিশি টহল চলছে।

রামপুরহাটের বগটুই গ্রামে তৃ়ণমূল গোষ্ঠীদ্বন্দ্ব ও বেআনি পাথর চালানের বখরা নিয়ে উপপ্রধান খুনের পর হয়েছিল গণহত্যা। এর পর ফের গরম বীরভূম। এবার সাঁইথিয়া। এখানকার বহড়াপুর গ্রামে ভয়াবহ পরিস্থিতি। গ্রামে পুলিশের টহলদারি চলছে।

বোমা বিস্ফোরণে এলারার তৃণমূল কর্মী শেখ সাদ্দামের ডান পা উড়ে গেছে। এক কিশোরের গোটা দেহে বোমার আঘাতে রক্তাক্ত। উদ্ধার হয়েছে ৩৫টি তাজা বোমা। তদন্তে উঠে এসেছে সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি ও সাঁইথিয়া তৃণমূলের কার্যকরী সভাপতি তুষারকান্তি মণ্ডলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। তুষার গোষ্ঠীর দাবি তাদের একজনকে অপহরণ করেছিল সাবেরের অনুগামীরা। তাকে ছাড়াতে গেলে সংঘর্ষ হয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।