Panchayat Counting: নির্দল কাঁটায় রক্তাক্ত তৃ়ণমূল, হুমায়ূন কবীরের কটাক্ষ ‘ক্ষমতা কারও চিরস্থায়ী নয়’

দলীয় প্রার্থীদের নাম নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বিদ্রোহ তৈরি হয়েছিল তৃণমূলে। সেই বিদ্রোহী বিধায়কদের অন্যতম মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। গণনার দিন তাঁর অনুগামীদের জয়ের…

short-samachar

দলীয় প্রার্থীদের নাম নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বিদ্রোহ তৈরি হয়েছিল তৃণমূলে। সেই বিদ্রোহী বিধায়কদের অন্যতম মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। গণনার দিন তাঁর অনুগামীদের জয়ের খবর আসছে। আর বিধায়ক বলছেন, ক্ষমতা কারও চিরস্থায়ী নয়। মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন হুমায়ূন কবীর।

   

ভোট-হিংসা নিয়ে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির।তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে তুললেন দলের বিধায়ক। ‘দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে?’ ‘স্বার্থান্বেষী তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষের অধিকার খর্ব করছে’।

তিনি সুর চড়িয়ে বলেন, ‘এখানে অবাধ-শান্তিপূর্ণ ভোট