বিজেপি ক্ষমতায় আসতেই বাঙালিদের (Bengali Migrants) উপর সারাসরি আক্রমণ হওয়ার অভিযোগ উঠল ওড়িশায়। বাঙালি শ্রমিক এবং ব্যবসার সূত্রে বাংলা থেকে ওড়িশায় যাওয়া বাঙালিরা আক্রমণের শিকার হচ্ছে বলে জানা গিয়েছে। বাঙালিকে ‘রোহিঙ্গা’ বলে উল্লেখ করা হচ্ছে। দিনের আলোতে ওড়িশায় বাঙালি শ্রমিকদের শারীরিক এবং মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ। সম্প্রতি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলা পক্ষ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত চিঠি দিয়েছে বাংলা পক্ষ এবং বাঙালি শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
বাঙালি শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, তাঁদের আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে। বাঙালিকে জাত তুলে গালাগাল দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, বাঙালিকে রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া এবং মারধর করা হচ্ছে বাঙালি শ্রমিকদের। তাঁদের বাংলাদেশে চলে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। বাংলা পক্ষের তরফে জানা গিয়েছে, এই শ্রমিকরা মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বাসিন্দা।
এই বিষয়ে বাংলা পক্ষের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে লেখা হয়েছে, ‘ ওড়িষ্যার কয়েক লাখ মানুষ কর্মসূত্রে বাংলায় আছেন। তারা শান্তিতেই এখানে জীবিকা নির্বাহ করছে। কেউ তাদের আক্রমণ করে না। অথচ ওদের ওখানে বাঙালি আক্রান্ত হচ্ছে। আপনি ভারতে বাঙালির অভিভাবক, আপনি বাংলার মুখ্যমন্ত্রী। দ্রুত ওড়িষ্যা সরকারের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন এবং ওড়িষ্যায় কর্মসূত্রে থাকা বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। বাংলা পক্ষ, ভারতে বাঙালির জাতীয় সংগঠন, আপনার কাছে একান্ত অনুরোধ জানাচ্ছে- আপনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।’ এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।