থাকছে স্পোর্টি লুক, আর কী বৈশিষ্ট্যের সঙ্গে আসছে ওলার ই-বাইক

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে ইলেকট্রিক বাইকপ্রেমীদের মুখে হাসি ফোটাতে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। ওইদিন সংস্থা লঞ্চ করতে চলেছে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল। কিন্তু তার…

Ola-E-bike

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে ইলেকট্রিক বাইকপ্রেমীদের মুখে হাসি ফোটাতে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। ওইদিন সংস্থা লঞ্চ করতে চলেছে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল। কিন্তু তার আগে একের পর এক টিজার প্রকাশ করে চলেছে ওলা। লেটেস্ট টিজার থেকে আসন্ন বাইকটির সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানা গিয়েছে। সেগুলি শুনবেন? তাহলে প্রতিবেনটি শেষ পর্যন্ত পড়ুন।

১৫ অগস্ট Ola-র ইলেকট্রিক মোটরসাইকেল আসছে

   

ওলার ইলেকট্রিক বাইকে (Ola Electric Bike) থাকছে ফিউচারিস্টিক ও স্পোর্টি ডিজাইন। উইন্ডস্ক্রিনের ন্যায় দেখতে একটি বডি কালারের কাউল ও এর সঙ্গে হরাইজন্টাল ডিআরএল দেওয়া হয়েছে। আবার দুটি এলইডি প্রোজেক্টর লাইটের সঙ্গে সংযুক্ত থাকবে হেডলাইট ক্লাস্টার। 

কাউলের সঙ্গে দেওয়া হয়েছে একটি স্লিম এলইডি টার্ন ইন্ডিকেটর এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া রয়েছে একটি ফ্ল্যাট টিএফটি ডিসপ্লে, এটি কালার ডিসপ্লে হতে পারে। আবার নেভিগেশন ও ব্লুটুথ কানেক্টিভিটি থাকতে পারে। টিজারে হ্যান্ডেলবারের বাঁ দিকে একটি লিভার দেখানো হয়েছে। মনে করা হচ্ছে, এটি রিয়ার ব্রেকের লিভার বা গিয়ারবক্স নিয়ন্ত্রণের জন্য ক্লাচ লিভার হতে পারে। পরেরটি হলে Matter Aera-র পর এটিই হতে চলেছে দেশের দ্বিতীয় গিয়ারবক্স যুক্ত ইলেকট্রিক বাইক।

এবার এক ছাদের তলায় Harley-Hero-র মোটরসাইকেল, এই শোরুমে মিলবে ইলেকট্রিক স্কুটারও

এছাড়া ওলার প্রকাশিত টিজার ভিডিওতে দেখানো হয়েছে হলো সাইড প্যানেল এবং সিঙ্গেল পিস সিট। রিমে আছে রেড হাইলাইট ও সিটে রেড স্টিচিং। আবার সিটের নিচে থেকে বেরিয়েছে টেললাইট। যা অনেকটাই Ducati Scrambler-এর মত।