Bengal Weather Update: কতদিন এই তাপপ্রবাহ ! দাবদাহ থেকে স্বস্তি মিলবে কবে?

Bengal Weather Update: বৃষ্টির অপেক্ষায় রয়েছে শহরবাসী। প্রচণ্ড গরমে পুড়ছে রাজ্য। কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। জুনের শুরু থেকেই তাপপ্রবাহ চলছে বাংলায়। জেলায় জেলায় তাপমাত্রা…

Heatwave Alert kolkata

Bengal Weather Update: বৃষ্টির অপেক্ষায় রয়েছে শহরবাসী। প্রচণ্ড গরমে পুড়ছে রাজ্য। কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। জুনের শুরু থেকেই তাপপ্রবাহ চলছে বাংলায়। জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। কলকাতাতেও পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এমন দহনজ্বালার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, পশ্চিমী লু বাতাসের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি উঠবে চরমে। উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং, কালিম্পঙেও।

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।

সাধারণভাবে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দফতর জানিয়েছিল, এবার একটু দেরি করে, ৪ জুন নাগাদ কেরলে বর্ষার প্রবেশ হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে আরও ৩-৪ দিন দেরি হতে পারে।

হাওয়া অফিস বলছে, কেরলে বর্ষা আসার এখন ও সময় হয়নি। ফলে বাংলাতেও বর্ষা এখনো আসছে না। ১০ তারিখ পর্যন্ত গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে বাংলায়।