Bengali Recruitment Corruption: গ্রুপ সি-ডিতে আরও ৯ জনের নামে চার্জশিট জমা পড়ল

Image showing people protesting against recruitment corruption in West Bengal

নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Corruption) ২২ জুলাই গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা৷ গ্রুপ সি, গ্রুপ ডি মামলাতেই তাঁকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু তদন্ত যত গড়িয়েছে ততই গ্রেফতারের তালিকা আরও বেড়েছে৷ এবার গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় আরও ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা করল সিবিআই৷

সেই তালিকায় রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল, পর্ণা বসু, পুনিত কুমার, নীলাদ্রি দাস, প্রসন্নকুমার রায়, প্রদীপ সিংহ এবং সন্তু দাস। এ ছাড়াও চার্জশিটে নাম রয়েছে ‘নায়সা কমিউনিকেশনের’। ওএমআর শিট দেখার বরাত গাজিয়াবাদের এই সংস্থাকেই দেওয়া হয়েছে।

   

এর আগে ৩০ সেপ্টেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অশোক সাহা, শান্তিপ্রসাদ সহ ১৬ জনের নাম ছিল৷ তারপর থেকে একাধিক জনের নাম যুক্ত হয়েছে৷ আগামী দিনে এই ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এমনটাই খবর সূত্রে৷

গত জুলাই মাস থেকে জেলেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা নগদ সহ সোনা ও অন্যান্য মূল্যবান সম্পত্তি উদ্ধার হয়েছে৷ তারপর থেকে বারবার পার্থকে একাধিক অজুহাতে হেফাজতের মেয়াদ বাড়িয়েছে সিবিআই। কিন্তু বারবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। এখন নতুন চার্জশিট পেশ করে পার্থকে ফের হেফাজতে নেওয়ার পরিকল্পনা করছে সিবিআই? প্রশ্ন ওয়াকিবহাল মহলের৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন