কলকাতা: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক বেশ তিক্ত৷ প্রতি মুহূর্তে চলছে একে অপরের বিরুদ্ধে ঝাঁঝাল শব্দের আক্রমণ৷ সম্প্রতি এই সংঘর্ষে ঘৃতাহুতি দিয়েছে সংসদে বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য৷ তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি৷ প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসও৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কলকাতার পথে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্বে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংঘর্ষের আবহেই ২৬ জানুয়ারি রাজধানীর রাজপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে জায়গা করেন নিল পশ্চিমবঙ্গের ট্যাবলো৷ বাংলার লোকপ্রসার’কে স্বীকৃতি মোদী সরকারের৷ (bengal govt get tableau permission)
কোন কোন রাজ্যের ট্যাবলো থাকবে? bengal govt get tableau permission
২০২৫ সালের সাধারণতন্ত্রদিবসের প্যারেডে মোট পনেরোটি ট্যাবলো রাখা হয়েছে৷ বাংলা ছাড়াও রয়েছে বিহার, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমণ ও দিউ, গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা৷ তবে এবারও সাধারণতন্দ্র দিবসে জায়গা করতে পারেনি দিল্লি৷ রাজপথে দেখা যাবে না আপ সরকারের থিম। এই নিয়ে পরপর চার বছর বাদ পড়ল দিল্লি৷
চিঠি পৌঁছেছে নবান্নে bengal govt get tableau permission
ইতিমধ্যেই দিল্লি থেকে নবান্নে চিঠি এসে পৌঁছেছে৷ ট্যাবলো নির্মাণের জন্য ২৫ ডিসেম্বর রাষ্ট্রীয় রঙ্গশালায় কারিগর পাঠানোর কথা বলা হয়েছে। যা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত, বিরাসত সে বিকাশ।’ যার অর্থ, স্বর্ণময় ভারতের ঐতিহ্য এবং দেশের উন্নয়ন৷ পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের মডেল দেখে বেশ খুশি নির্বাচক কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের থিমে সবুজ সংকেত দিয়েছেন তাঁরা৷
২৬ জানুয়ারি ভারতের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সবচেয়ে বড় উদযাপন হিসেবে চিহ্নিত হয়। এ দিনটি ১৯৫০ সালে ভারত তার সংবিধান গ্রহণ করেছিল। প্রতিবছর এই দিনটি দেশব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। উদযাপনটি শুধু স্কুলেই সীমাবদ্ধ থাকে না, বরং সরকারি দফতর এবং ব্যাঙ্ক-সহ অন্যান্য প্রতিষ্ঠানে ও পালিত হয়।
West Bengal: Tensions rise between Modi’s central government and the state government. Amit Shah’s comments on Ambedkar spark national controversy. TMC plans a protest in Kolkata led by Mamata Banerjee. Meanwhile, West Bengal’s tableau will feature in the Republic Day parade.