Arjun Singh is joining TMC: কোথাও শুরু তো কোথাও শেষ, কাউন্টডাউন ঘোষণা করলেন অর্জুন সিং

রবিবার সকালেই তাঁর রাজনৈতিক অবস্থান একবারে পরিষ্কার করে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে কাউন্টডাউন ঘোষণা করে দিলেন ব্যারাকপুরের…

Arjun Singh is joining BJP

রবিবার সকালেই তাঁর রাজনৈতিক অবস্থান একবারে পরিষ্কার করে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে কাউন্টডাউন ঘোষণা করে দিলেন ব্যারাকপুরের সাংসদ। তিনি বলেন, যখন এক দিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলাই যায়, শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোথাও শুরু, তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।

শোনা যাচ্ছে বিকেল ৪ টে নাগাদ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেই যোগদান করবেন তিনি। এবিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে অর্জুন সিং বলেন, আমার কোথাও যাওয়ার কথা আছে। কারও সঙ্গে দেখা করার কথা আছে। আমাকে হয়তো কিছু ক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে। এমন কোনও কথা বা কাজ নেই যে, আপনারা জানতে পারবেন না। অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন।

   

সেইসঙ্গে বিজেপি নেতাদের উদ্দেশ্যে অর্জুনের বার্তা, বিজেপিতে থাকতে চাইছি না, বা বিজেপি আমাকে ধরে রাখতে চাইছে না, এটা সময়ই বলবে। অর্থাৎ নাম না করে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তবে স্পষ্ট করলেন কারোর বিরুদ্ধেই ক্ষোভ নেই। যারা পাশে ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ। যারা ছিলেন না তাঁদেরকেও ধন্যবাদ। তবে দিলীপ ঘোষ নিয়ে প্রশ্ন করা হলে সুকৌশলে এড়িয়ে যান অর্জুন।

যদিও তিনি মনে করেন না বিজেপি ছাড়লে ব্যারাকপুরে বিজেপি সংগঠন ভেঙে পড়বে। তাঁর কথায়, রাজনীতি কারোর জন্য আটকে থাকে না। যেটা ন্যায্য দাবি তা নিয়ে এত দিন অপেক্ষা করা বাঞ্ছনীয় নয়। এখন সময় চলে গিয়েছে। সময় ধরে রাখা যায় না। আজ আমার জন্মদিন। তবে এটাও ঠিক, জন্মদিন এক বছর আয়ু কমিয়ে দেয়। কিছু ক্ষণ আগেই বিজেপির এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল। কথা বলতে কোনও অসুবিধা নেই।

এর আগে একাধিকবার তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর এলাকা। সেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে দেখা যায় অর্জুনকে। এখন অর্জুনের ঘরওয়াপসি তৃণমূলের নেতারা মেনে নেবেন? অর্জুনের কথায়, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। কে কি করবে, কে কি বলবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন। এখন কেউ যদি তাঁকে মেনে না নেয় তাহলে সেবিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।
অর্জুনের যোগদান নিয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক জানিয়েছেন, অর্জুন সিং নিজের ভূল বুঝতে পেরেছেন। এখন মোহভঙ্গ হয়েছে। তাঁর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।