Malda: গণনা না করা ব্যালট উদ্ধারের জের গরম গাজোল, বিডিও দফতরে তালা

গণনার ৭ দিন পরে ব্যালট উদ্ধার মালদায় (Malda)। উদ্ধার করা হয়েছে প্লাস্টিকে মোড়া তিনটি ব্যালট। সিল খোলা অবস্থায় পড়ে রয়েছে ব্যালট বাক্স। গাজোলে বিডিও অফিসে…

ballot malda 2

গণনার ৭ দিন পরে ব্যালট উদ্ধার মালদায় (Malda)। উদ্ধার করা হয়েছে প্লাস্টিকে মোড়া তিনটি ব্যালট। সিল খোলা অবস্থায় পড়ে রয়েছে ব্যালট বাক্স। গাজোলে বিডিও অফিসে ঝোলানো হয়েছে তালা। তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে নির্বাচন কমিশনকে এই ঘটনা জানানো হবে। এই বিষয়ে আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। তৃণমূলকে কটাক্ষ করে বলা হয়, হতাশায় ভুগছে বিজেপি।এই ঘটনায় তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, এটা সম্পূর্ণ কমিশনের বিবেচনার ঘটনা।

   

ভোটের ফল ঘোষণার পর ডিসিআরসি কেন্দ্র থেকে উদ্ধার ব্যালট পেপার। সোমবার রাতে মালদার গাজোলের হাজিনাকু মহম্মদ হাইস্কুলের ডিসিআরসি কেন্দ্র থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার হওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

উল্লেখ্য, সোমবার রাতে স্কুলের ১০৭ নম্বর রুমে তিনটি ব্যালট বাক্স পড়ে থাকতে দেখেছিলেন শিক্ষকরা। প্রধান শিক্ষকের মারফত খবর দেওয়া হয় বিডিওকে।

এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের বক্তব্য, “তিনটি ব্যালট বাক্স পাওয়া গেছে। মনে করা হচ্ছে,ব্যালট বাক্সগুলি ৮৩ নম্বর বুথের। এই নিয়ে সেদিন হইচই হলেও সেটা খুঁজে পাওয়া যায়নি।”

তিনি আরও বলেছেন, “মনে হচ্ছে, কেউ সরিয়ে নিয়েছিল। ফের রেখে গিয়েছে। তা না হলে যেটা হারিয়ে গিয়েছিল, সেটা হঠাৎ করে কীভাবে পাওয়া গেল?”

শাসকদলের তরফে দাবি করা হয়েছে, ” এখানকার তিনটি বুথে রিপোল হয়েছে। যে তিনটি ব্যালট বাক্স পাওয়া গেছে, তার প্রেক্ষিতেই ওই তিনটি বুথে পুনর্নির্বাচন হয়েছে।”