Loksabha election 2024:এজেন্টদের বুথের বাইরে বসিয়ে রাখার অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

ভোটের দিন সকালে এক আশ্চর্য চিত্র ধরা পড়ল মাথাভাঙা একটি বুথে । সমস্ত দলের পোলিং এজেন্টদের বুথের বাইরে বসিয়ে রাখার অভিযোগ উঠল। মাথাভাঙার ১৪৯ নম্বর…

Ec

ভোটের দিন সকালে এক আশ্চর্য চিত্র ধরা পড়ল মাথাভাঙা একটি বুথে । সমস্ত দলের পোলিং এজেন্টদের বুথের বাইরে বসিয়ে রাখার অভিযোগ উঠল। মাথাভাঙার ১৪৯ নম্বর বুথের এই ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। পোলিং এজেন্টদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে সকাল থেকেই সব দলের পোলিং এজেন্টদের বুথের বাইরে বসিয়ে রাখা হয়। তাঁদের অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।  যদিও কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এই জওয়ান সমস্ত অভিযোগ করেছে।

সকাল থেকেই বিভিন্ন বেনিয়মের অভিযোগ আসছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। তার মধ্যে এই অভিযোগে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে প্রিসাইডিং অফিসার কোনও কথা বলতে চাননি। তিনি নিরুত্তর ছিলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয় ,”আপনি কি ভয় পাচ্ছেন? আপনাকে কি কেউ ভয় দেখাচ্ছে?” তিনি কোনও জবাব দেন না। অপর দিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বলেন, “আমি কিছু জানি না। প্রিসাইডিং অফিসার জানেন।”এক পোলিং এজেন্ট অভিযোগ করেন, ” সিআরপিএফ এক আধিকারিক  প্রিসাইডিং অফিসারকে থাপ্পড় মারার হুমকি দিয়েছে।”

   

ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সেক্টর অফিসারের হস্তক্ষেপে আপাতত সব পোলিং এজেন্ট ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে বসতে পেরেছেন। যদিও খবরের ভিত্তিতে জানা গিয়েছে প্রিসাইডিং অফিসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ভোটের প্রথম দিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সমস্ত দিকের উপর কমিশন তীক্ষ্ণ নজর রাখছে।