Tuesday, November 25, 2025
HomeWest Bengalবঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে

কলকাতা: শীতের (cold wave) দোরগোড়ায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়া যেন আরও অনিশ্চিত হয়ে উঠছে। কারণ, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় আবহাওয়ার গতিপথে বড়সড় পরিবর্তনের আভাস পাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন একটি নিম্নচাপ তৈরির পাশাপাশি বিদ্যমান সিস্টেমগুলিও গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ায় ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে কলকাতার পারদ নামল মরশুমের সর্বনিম্নে।

Advertisements

সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম তাপমাত্রা অনুভূত হওয়ায় শহরবাসী প্রকৃত শীতের স্বাদ পেল। নভেম্বর মাসে একবার পারদ আরও নিচে নেমেছিল, তবে আজকের সকালের ঠাণ্ডা ছিল আরও স্পষ্ট এবং শীতল।

   

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার তাপমাত্রা আরও কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে, কিছু অঞ্চলে এর থেকেও সামান্য কম হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে  তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রায় তেমন কোনও বড় তারতম্য হবে না। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে পারদ বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের দিকে ফিরে আসবে, ফলে শনিবার-রবিবার শীত কিছুটা কম অনুভূত হতে পারে।

অপরদিকে, উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং-মালবাজার-জলপাইগুড়ি কোনও এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমলেও পরবর্তী তিন-চার দিনে আবহাওয়া কিছুটা উষ্ণতার দিকেই যাবে বলে জানাচ্ছে শিলিগুড়ি আবহাওয়া অফিস।

Advertisements

এদিকে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। মালাক্কা প্রণালীর নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান নেবে। এখান থেকেই ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

এ ছাড়াও, কোমোরিন অঞ্চল ও শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও এই দুই নিম্নচাপ সরাসরি প্রভাব ফেলবে না পশ্চিমবঙ্গের আবহাওয়ায়, তবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটক ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে জারি করা হয়েছে সতর্কতা। সমুদ্রে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে বলে পূর্বাভাস।

আবহবিদদের মতে, “উত্তরের ঠান্ডা হাওয়া প্রবাহের সঙ্গে বঙ্গোপসাগরের নিম্নচাপ মিলিতভাবে শীতের গতিপথে বিভিন্ন সময়ে পরিবর্তন আনতে পারে। দিন-রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে পারে এবং সকালের কুয়াশা আরও ঘন হওয়ার সম্ভাবনাও রয়েছে।”

দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ থাকলেও আবহাওয়ার দ্রুত পরিবর্তনের ফলে পিকনিক, ভ্রমণ বা সমুদ্রযাত্রার পরিকল্পনা করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments