Monday, December 8, 2025
HomeWest BengalBaruipur Blast: বারুইপুর থানায় পরপর বিস্ফোরণ, জ্বলছে পুলিশের গাড়ি

Baruipur Blast: বারুইপুর থানায় পরপর বিস্ফোরণ, জ্বলছে পুলিশের গাড়ি

- Advertisement -

বিধ্বংসী আগুনে জ্বলছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার একাধিক গাড়ি। বিস্ফোরণের (Baruipur Blast) শব্দে এলাকাবাসী হতচকিত। থানার ভিতর থেকে জল ঢেলে আগুন নেভানোর কাজ চলছে।

বারুইপুর থানা সূত্রে খবর, গতকাল রাতে চম্পাহাটি থেকে প্রচুর বেআইনি বাজি উদ্ধার করান। বাজি,থানার বাইরে ড্রামে রাখা ছিল। সেই বাজি ফাটছে। পুলিশ কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। থানার জিপ, অফিসারদের জন্য ব্যবহৃত দামী গাড়িও পুড়ে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। উদ্ধার বাজি থেকে আগুন লাগে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

   

দীপাবলির আগেই কয়েক লক্ষ টাকার বাজারমূল্যের নিষিদ্ধবাজি বাজেয়াপ্ত করল বারুইপুর থানা, ভাঙ্গর থানা ও সোনারপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত আটক ১৩ জন। 

দীপাবলির আগেই সোনারপুর থানা গত ১০/১০/২২ তারিখে থানা এলাকা থেকে কাকদ্বীপের বাসিন্দা সুব্রত মন্ডল নামে একজনকে অটো রিক্সাসহ আটক করে ও তার কাছ থেকে অনেক নিষিদ্ধবাজি বাজেয়াপ্ত করে।  

তারপরই ১১/১০/২২ তারিখে বারুইপুর থানার স্পেশাল টিম বারুইপুর থানার অন্তর্গত কাটাখাল এলাকা থেকে দুটি অটো ও একটি ইন্জিন ভ্যানসহ আনুমানিক ৬ লক্ষ টাকার বাজারমূল্যের নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে। ৪জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয় বারুইপুর থানায়। নাকা তল্লাশি চালিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধবাজিসহ ১৩ জনকে পর্যন্ত আটক করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে সকলকে নিষিদ্ধ বাজি ক্রয়-বিক্রয় না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular