CPIM: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়…’ বাম প্রার্থী সুকৃতী ঘোষালের ছবি নিয়ে বর্ধমান সরগরম

Sukriti Ghosal

লোকসভা ভোটের বাম প্রার্থী তালিকা বের হতেই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের CPIM প্রার্থী অধ্যাপক সুকৃতী ঘোষালের নামে ফের রাজনৈতিক আসর জমজমাট। তিনি তৃণমূল কংগ্রেসেরও ঘনিষ্ঠ বলে বর্ধমান শহরে কটাক্ষ ছড়িয়েছে। এর কারণ, তৃণমূল আমলে ‘শিক্ষারত্ন’ উপাধিতে ভূষিত সুকৃতি ঘোষালকে সম্প্রতি এমন একটি অনুষ্ঠানে দেখা গেছিল যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। অনুষ্ঠানটি ছিল মূলত বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাসের বিশেষ উদ্যোগে রাজা-রানির মূর্তি উন্মোচন।

কেন সুকৃতী ঘোষাল ছিলেন বর্ধমানের রাজা-রানির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে? এমন প্রশ্নের মুখে পড়ে বিব্রত হয় পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম। সূত্রের খবর, দলটির জেলা সম্পাদক সৈয়দ মহম্মদ হোসেন ডেকে পাঠিয়ে সুকৃতী ঘোষালের তাঁর কাছে কৈফিয়ত তলব  করেছিলেন। বিতর্কের মুখে ঢোঁক গিলেছিলেন সুকৃতীবাবু। পরে বিষয়টি ‘মিটমাট’ হয়ে গেছে বলে ঘনিষ্ঠ মহলে জানান তিনি।

   

সুকৃতী ঘোষালকে সিপিআইএমের তরফে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী করার পর ফের তৃণমূল কংগ্রেস বিধায়কের উদ্যোগে বর্ধমানের রাজা-রানির মূর্তি উন্মোচন বিতর্ক ছড়াতে শুরু করেছে। বাম সমর্থকদের একাংশের কটাক্ষ, ‘আর লোক পেল না’।

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতী ঘোষাল শিক্ষাবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সরাসরি রাজনৈতিক ব্যক্তি হিসেবে তেমন চর্চিত নন। যতটুকু চর্চা হয় সবই তাঁর বাম ঘনিষ্ঠতা ও রাজা-রানি মূর্তি উন্মোচনের দিন উপস্থিতি নিয়ে। তবে সুকৃতীবাবুর দাবি, তিনি আমন্ত্রন পেয়েই সেই অনুষ্ঠানে গেছিলেন।

বিতর্কে মোড়া সেই অনুষ্ঠান মঞ্চে বসে থাকা সুকৃতী ঘোষালের ঠিক মাথার উপরেই বিশাল ব্যানারে লেখা ছিল “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐতিহাসিক ও রাজার শহর বর্ধমানে রাজ পরিবারের ঐতিহ্যের কার্জনগেট চত্বরে…” 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন