IPL 2024: দু’বছর পরে বাইশ গজে ফিরলেন ঋষভ পন্থ

অবশেষে তিনি বাইশ গজে ফিরলেন। হাতের কর গুনে হিসেব করলে ঠিক ৪৫৩ দিন পরে তিনি সবুজ ঘাসে আবার কোনও দলের হয়ে খেলতে নামলেন। অনেক দিন…

rishav pant

অবশেষে তিনি বাইশ গজে ফিরলেন। হাতের কর গুনে হিসেব করলে ঠিক ৪৫৩ দিন পরে তিনি সবুজ ঘাসে আবার কোনও দলের হয়ে খেলতে নামলেন। অনেক দিন পর মাঠে ফিরে আবার ক্যাপ্টেনের চেনা ভূমিকাতেই নামলেন। পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে টস করতে নেমে হারলেনও তবুও তিনি ফিরলেন। এই ফিরে আসার পিছনে রয়েছে শতশত যন্ত্রণা, তবুও তিনি হাসিমুখে এগিয়ে গেলেন।

পাঞ্জাব কিংসের হয়ে তাঁর এই প্রত্যাবর্তন সত্যিই দেখার মতো ছিল। টসের পর তিনি বলেন, ” সত্যি এই সময়টা আমার কাছে আবেগের মুহূর্ত ছিল। তবে এখন আর পিছনে ফিরে তাকাচ্ছি না।”

   

তিনি যখন ব্যাট করতে নামলেন তখন একবার আকাশের দিকে তাকালেন। কী ভাবলেন ? চোখ কি ছলছল করে উঠল কি ? কে জানে। তবে বাইশ গজে ফিরতেই তাঁকে দেখা গেল চেনা ছন্দে। তেরো বলে আঠেরো রান করেন তিনি। দুটি চার হাঁকান। হয়ত রানটা বিরাট কিছু নয় কিন্তু তাঁর দাপটটা বুঝিয়ে দিয়ে গেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রিকি পন্টিং, দিল্লির সবাই ছিলেন তাঁর ছিল, আছে এবং থাকবে। এই ভরসা তিনি বৃথা যেতে দেননি। প্রসেসটাই আসল। প্রক্রিয়াতে তিনি অচল ছিলেন। এটাই সব।

তিনি এইবার দিল্লির হয়ে অধিনায়কের ভূমিকা পালন করছেন। এই খবর লেখা পর্যন্ত দিল্লির স্কোর ২০ ওভারে ১৭৪ রানে ৯ উইকেট। অপরদিকে পাঞ্জাব কিংস ৬ ওভারে ৫৯ রানে দুই উইকেট।