কলকাতা: দীর্ঘ ২৩ বছরের সম্পর্ক ইতি। দল ছাড়লেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy)। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘরে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দেন তাপস।
আজ সকালেই মান ভাঙাতে তড়িঘড়ি তাপসের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। কিন্তু চিড়ে ভেজেনি। অচিরেই মুখ ফিরিয়েছেন তাপস। নিজের সিদ্ধান্তে অটল থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি।
দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিমানী তাপস। তাঁর কথায়, “দলটা দুর্নীতিতে ভরে গেছে। সন্দেশখালির ঘটনা আমাকে তাড়না দিয়েছে।” শুধু তাই নয়, দল যে তার পাশে নেই সেটাও অত্যন্ত অভিমানের সুরে জানিয়েছেন তাপস। তাপসের দাবি, “৫২ দিন ধরে দল দূরত্ব বজায় রেখে চলছে। ১২ জানুয়ারি আমার বাড়িতে ইডি অভিযান হয়, ইডি অভিযানে উল্লাস দেখায় কেউ কেউ। সেসময় দলের তরফে কোনো যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে কিংবা আমার পরিবারের সঙ্গে।” তাপসের আরও অভিযোগ, শাহজাহানের নাম নিতে পারেন মমতা, কিন্তু আমার কথা ১বারও বলেননি মুখ্যমন্ত্রী।
সামনেই লোকসভা ভোট। এদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ইঙ্গিত দিয়ে রেখেছেন বড় কিছু ঘটতে চলেছে রাজ্য রাজনীতিতে। এরই মাঝে তৃণমূল ত্যাগ করলেন তাপস রায়। তবে কী তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে নাম লেখাবেন? সেটাই এখন দেখার