রুপোর থালায় ভাত খেতেন, বাপ্পি লাহিড়ি

ডিস্কো কিং থাকতেও কিংয়ের মতো। তার সোনার গয়না, চশমার বহর এসব কিছুর সঙ্গে আমরা পরিচিত। কিন্তু জানেন কি বাড়িতে রুপোর থালা ছাড়া খেতেন না বাপ্পি…

bappi-silver

ডিস্কো কিং থাকতেও কিংয়ের মতো। তার সোনার গয়না, চশমার বহর এসব কিছুর সঙ্গে আমরা পরিচিত। কিন্তু জানেন কি বাড়িতে রুপোর থালা ছাড়া খেতেন না বাপ্পি লাহিড়ি। শিবাজী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘অনেক বেলায় ঘুম থেকে উঠে বিকেল নাগাদ ভাত খেতেন। কিন্তু রুপোর থালা ছাড়া ভাত মুখে তুলতেন না বাপ্পি লাহিড়ি।’ এছাড়া জানা যায় মাছের ঝোল আর ভাত ছিল প্রিয় খাবার।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি বয়স হয়েছিল ৬৯ বছর। গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।