Bankura: দিলীপ ঘোষের মিছিলে উত্তেজনা, দুই বিধায়ক সহ ১৮ জন আটক

News Desk, Bankura: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মিছিল আটকে দিল পুলিশ। বুধবার বিকেলে বাঁকুড়ার সোনামুখী সিনেমাতলাতে এই মিছিলের পথ আটকায় পুলিশ।…

Dilip Ghosh

News Desk, Bankura: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মিছিল আটকে দিল পুলিশ। বুধবার বিকেলে বাঁকুড়ার সোনামুখী সিনেমাতলাতে এই মিছিলের পথ আটকায় পুলিশ।

ঘটনার জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। ব্যরিকেড ভেঙ্গে দলের কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজেপি নেতা রাজু ব্যানার্জী, বিধায়ক দিবাকর ঘরামী, জেলা সভাপতি সুজিত অগস্থী সহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।

দিলীপ ঘোষ সোনামুখীতে পৌঁছানোর আগেই প্রায় পুরো শহর পুলিশ ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস ও বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন শেখ সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা উপস্থিত হন।

দিলীপ ঘোষ এদিন বলেন, ‘ত্রিপুরায় গিয়ে যারা গণতন্ত্র খুঁজছেন তারা আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। পেট্রল-ডিজেলের দাম কমানোর দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে এসেছিলাম। এতো ভয় আমাদের! এই ঘটনায় পুলিশ তাঁদের ‘কয়েকশো কর্মীকে আটক করেছে’ বলেও তিনি দাবি করেন।