Bankura: পদ্ম ফুলের সঙ্গে ত্রিপুরা আছে: দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক, বাঁকুড়া: ‘তৃণমূল এখন বৃদ্ধাবাসে পরিনত হয়েছে।’ বিভিন্ন দল থেকে ‘রিজেক্টেড ও রিটায়ার্ড’ ব্যক্তিরাই ওই দলে যোগ দিচ্ছেন। কোন ‘সৎ লোক, কাজের লোক’ ওখানে…

dilip ghosh

নিউজ ডেস্ক, বাঁকুড়া: ‘তৃণমূল এখন বৃদ্ধাবাসে পরিনত হয়েছে।’ বিভিন্ন দল থেকে ‘রিজেক্টেড ও রিটায়ার্ড’ ব্যক্তিরাই ওই দলে যোগ দিচ্ছেন। কোন ‘সৎ লোক, কাজের লোক’ ওখানে যাবেন না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ‘হেভিওয়েট’ নেতারা তৃণমূলে নাম লেখানো প্রসঙ্গে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার দলীয় কর্মসূচীতে যোগ দিতে বাঁকুড়ার সোনামুখীতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

এস.এস.সি, গ্রুপ-ডি মামলা ও তার জেরে হাইকোর্টের সি.বি.আই তদন্তের নির্দেশ ও পরে এদিন ডিভিশন বেঞ্চের বেঞ্চের স্থগিতিদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, আদালতের নির্দেশ মানতে হবে। কিন্তু এই সরকারের উপর মানুষের বিশ্বাস নেই, তাদের তদন্তের উপর বিশ্বাস নেই, সরকারের তৈরি কমিশনের রিপোর্টে প্রকাশ্যে আসেনা, সেই জন্য হতাশ হয়ে মানুষ আদালতে যাচ্ছে।

বিজেপি শাসিত ত্রিপুরায় পৌরভোট প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নাইদার রাইট, নো লেফ্ট গো স্টেট বিজেপি। ‘পদ্ম ফুলের সঙ্গে ত্রিপুরা আছে ও থাকবে’ বলেও তিনি দাবি করেন।