Maoist threat: কিশোরীর ওপর নির্যাতনের বিচার চেয়ে মাও পোস্টারে আতঙ্কিত তৃণমূল

Bankura again Maoist poster

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যে রাস্তায় এসেছেন সেই রাস্তা দিয়ে চলে যেতে বলেছিলেন বাঁকুড়ার (Bankura) তালডাংরায় নির্যাতিতার পরিবার। হাওয়া বুঝে বিজেপি প্রতিনিধিরা চলে যান। এ বার তালডাংরা থানার চাঁদাবিলা এলাকায় মাওবাদী পোস্টারে ওই কিশোরীর উপর নির্যাতনের বিচার চাওয়া হলো।

মাওবাদী পোস্টারের জেরে তালডাংরায় প্রবল উত্তেজনা। এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা প্রবল আতঙ্কিত। রাজ্যে যত ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে প্রায় সবক্ষেত্রে তৃণমূল নেতাদের নাম জড়াচ্ছে।

   

তালড়াংরায় মাও পোস্টারে দাবি শিমুলডাঙ্গার কিশোরীর ওপর হামলা এবং মারধরের ঘটনায় দ্রুত বিচার চাই। পোস্টারে প্রশাসন এবং আদিবাসীদের সামাজিক সংগঠন মাজি পারাগনার কাছে আবেদন জানানো হয়েছে। জঙ্গলমহলের জেলাগুলিতে প্রবল মাওবাদী আতঙ্ক ছড়িয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন গ্রামে মাওবাদী পোস্টার পড়ছে।

Bankura again Maoist poster

মাওবাদীদের গতিবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে দ্রুত বৈঠকে বসতে চলেছে পুর্বাঞ্চলীয় কাউন্সিল। বৈঠকে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্য সচিবদের। চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারপার্সন হিসাবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রামের বিনপুরে মাওবাদী পোস্টারে তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং স্থানীয় নেতাদের নাম রয়েছে। মুলস্রোতে ফিরতে চাওয়া মাওবাদীদের প্যাকেজের ক্ষেত্রেও দুর্নীতি চলছে এই অভিযোগ উঠে এসেছে। বুধবার পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায় মাওবাদীদের পোস্টার পড়ে। এতে ৭ দিন পিড়াকাটা বাজার বন্‌ধের ডাক দিয়েছে মাওবাদীরা। বনধ ঘিরে আতঙ্ক থাকলেও পিড়াকাটায় বাজার খুলেছে।

পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন