Murshidabad: গঙ্গায় পুণ্যস্নানে নেমে তলিয়ে গেলেন ব্যাঙ্ক কর্মী

রবিবার সকালে রঘুনাথপুর বটতলা এলাকায় ছিল সাধারণ মানুষের ভিড়। মহালয়া…তারপর শুরু হয়েছে মাতৃ আরাধানা। অনেকেই করছেন গঙ্গায় পুণ্যস্নানে। এইদিন অন্যান্যদের মতো মহেশপুরের বাসিন্দা ও ব্যাঙ্ক…

রবিবার সকালে রঘুনাথপুর বটতলা এলাকায় ছিল সাধারণ মানুষের ভিড়। মহালয়া…তারপর শুরু হয়েছে মাতৃ আরাধানা। অনেকেই করছেন গঙ্গায় পুণ্যস্নানে। এইদিন অন্যান্যদের মতো মহেশপুরের বাসিন্দা ও ব্যাঙ্ক কর্মী আনন্দ কুমার নেমেছিলেন রঘুনাথপুর বটতলা এলাকার গঙ্গা স্নানে। এরপরই ঘটে যায় বিপত্তি। আচমকা তলিয়ে যান তিনি।

রঘুনাথপুর বটতলা এলাকার গঙ্গা স্নানে নেমে তলিয়ে যান মহেশপুরের বাসিন্দা আনন্দ কুমার। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ডুবুরি নামিয়ে চলে তল্লাশি অভিযান। প্রতিবেদন প্রকাশের সময় অবধি আনন্দবাবুর কোন খোঁজ মেলেনি।

   

সংবাদমাধ্যমকে স্নান করতে আসা আর এক ব্যাঙ্ক কর্মী বিপ্লব বলেন, “আমরা স্নান করছিলাম। হঠাৎ শুনি আমাদের এক কর্মী তলিয়ে গিয়েছে। ওনাকে বারণ করেছিলাম। দূরে যেতে। বলল কিছু হবে না। বলে স্নান করতে করতে একটু দূরে চলে গিয়েছিল। তখন আর খোঁজ পাওয়া যাচ্ছে না।”