Bangla Pokkho: ভুটান সীমান্তের সভা থেকে হুঙ্কার বাংলা পক্ষের

Bangla Pokkho's Protest

বাঙালির গর্ব বাংলা ভাষা। তবে যত দিন গড়াচ্ছে ততই গোটা রাজ্য জুড়ে কমছে বাঙালির মাতৃভাষা ও স্থানীয় ভাষায় কদর। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী জনপদ জয়গাঁ, একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলার অন‍্যান‍্য জায়গার মত গুরুত্ব বারার সঙ্গে সঙ্গেই এখানেও বাড়ছে বহিরাগত দখলদারদের আগমন।

জয়গাঁ সহ গোটা আলিপুরদুয়ার জেলায় বাঙালি, কোচ, মেচ, রাজবংশী, আদিবাসী, নেপালী সহ সমস্ত ভূমিপুত্রদের অধিকারের স্বার্থে গর্জে উঠল বাংলা পক্ষ। আলিপুরদুয়ারের ভূমিপুত্রদের কাজ দখল হচ্ছে। অটো, টোটো লাইন, হোটেল, পর্যটন সহ সকল কাজে বাঙালি তথা ভূমিপুত্রদের অগ্রাধিকারের দাবিতে এদিন সভা করে বাংলা পক্ষ।

   

এই বিশেষ সভায় উপস্থিত থেকে মূল‍্যবান বক্তব‍্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়, শীর্ষ পরিষদ সদস‍্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস‍্য সম্রাট কর ও জেলা পর্যবেক্ষক রজত ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আয়োজক আলিপুরদুয়ার জেলার সম্পাদক উত্তম দাস।

মঞ্চে দাঁড়িয়ে গর্গ চট্টোপাধ‍্যায় বলেন,” জয়গাঁর সকল বাঙালি তথা ভূমিপুত্রদের ঐক‍্যবদ্ধ করবে বাংলা পক্ষ। এখানকার পর্যটন, হোটেল, পরিবহনের মত গুরুত্বপূর্ণ ব‍্যবসা বাঙালির অধিকারে রাখতে হবে। সব ধরনের কাজে ভূমিপুত্রকে অগ্রাধিকার দিতে হবে, কোনও বহিরাগতর দাদাগিরি চলবে না।”

কৌশিক মাইতি তাঁর বক্তব‍্যে বিজেপির বাংলা ভাগ চক্রান্তের বিরুদ্ধে স্থানীয় বাঙালি সহ ভূমিপুত্রদের সচেতন করেন। বাংলা পক্ষ বাংলা ভাগ হতে দেবে না বলে তিনি জানান। সভা ঘিরে এই সীমান্ত শহরের বাঙালি তথা ভূমিপুত্রদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন