Saturday, December 6, 2025
HomeWest Bengalজাল ডোমিসাইল চক্রের বিরুদ্ধে পুলিস সুপারের অফিসে বিক্ষোভ, ডেপুটেশন বাংলা পক্ষর

জাল ডোমিসাইল চক্রের বিরুদ্ধে পুলিস সুপারের অফিসে বিক্ষোভ, ডেপুটেশন বাংলা পক্ষর

- Advertisement -

দীর্ঘদিন ধরে জাল ডোমিসাইল চক্রের বিরুদ্ধে আন্দোলন করছে বাংলা পক্ষ। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে বহিরাগতরা টাকার বিনিময়ে বাংলার ডোমিসাইল জোগাড় করে CRPF, BSF এর বাংলার রাজ্যি কোটার চাকরি দখল করার শয়ে শয়ে ঘটনার খবর আগেই সামনে এসেছে। একাধিক জায়গায় পুলিসে মামলাও রুজু করেছে বাংলা পক্ষ। বর্তমানে ডায়মণ্ড হারবার পুলিস জেলার বজবজ, মহেশতলা, রবীন্দ্রনগর এলাকা জাল ডোমিসাইল চক্রের ঘাঁটি হয়ে উঠেছে বলে অভিযোগ। বাইরের রাজ্য্ থেকে এসে বাংলায় ঘর ভাড়া নিয়ে দালাল চক্রের মাধ্যামে ভুয়ো নথি তৈরী করে ডোমিসাইল সার্টিফিকেট তৈরী করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। বাংলা পক্ষের অভিযোগ যে এই দুর্নীতিতে পুলিসের IB বিভাগের কিছু অসৎ অফিসাররাও যুক্ত।

Advertisements

অবিলম্বে উপযুক্ত তদন্ত করে দালালরাজ বন্ধ করা ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং পুলিসের ভিতরে থাকা দোষী ব্য্ক্তিদের চিহ্ণিত করে বিভাগীয় শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) পুলিস সুপারের দফতরে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচী পালন করল বাংলা পক্ষ।

   

সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চ্যা টার্জী, দঃ ২৪ পরগণার সম্পাদক প্রবাল চক্রবর্তী সহ সৌম্যর বেরা ও হুমায়ূন মোল্লার এক পাঁচ সদস্যে র প্রতিনিধি দল আজ পুলিস সুপার, DIB র অ্যাডিশন্যাল সুপার, ডেপুটি সুপার সহ একাধিক পুলিস কর্তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে। সংগঠনের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ তথ্যিসহ তুলে ধরা হয়। আলোচনা সদর্থক হয়েছে বলে জানিয়েছে বাংলা পক্ষ।

সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন ” আমরা আশাবাদী দালালসহ, দোষী পুলিস কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যযবস্থা গ্রহণ হবে। তিন মাসের মধ্যেো তদন্ত শেষ করে শাস্তিমূলক ব্যরবস্থা গ্রহণ না হলে, আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।” তিনি আরও বলেন, বাংলার প্রাপ্যর একটা চাকরিও বহিরাগতদের হাতে যেতে দেবে না বাংলা পক্ষ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভূমিপুত্রদের চাকরির স্বার্থে বাংলা পক্ষর এই লড়াই চলবে।

অরিন্দম চ্যাটার্জী ও প্রবাল চক্রবর্তী দুই জেলা সম্পাদক কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার শহরাঞ্চলে জাল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট চক্রের বিরুদ্ধে সংগঠনের কর্মসূচী বৃদ্ধির পরিকল্পনার কথা বলেন।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular