
এবার পিএসসি পরীক্ষায় বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক করার দাবিতে পিএসসি ভবন চলোর ডাক দিল বাংলাপক্ষ।
জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল সকাল ১০টায় সকলকে পিএসসি ভবন চলোর ডাক দেওয়া হয়েছে। বাংলাপক্ষ’র দাবি, অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও PSC-র সব চাকরির পরীক্ষায় ১০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে।
এছাড়া WBCS মেইনস শুধুমাত্র ইংরেজিতে হয়। বাংলাতেও দেওয়ার সুযোগ দিতে হবে। সমস্ত শূন্য পদে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। কোনো পরীক্ষার রেজাল্টে প্রার্থীর নাম, রোল নং এবং প্রাপ্ত নং প্রকাশ করতে হবে।
এছাড়া পিএসসির সব পরীক্ষায় ১০০ নম্বরের বাংলা আবশ্যিক করার দাবি করেছে বাংলাপক্ষ। চেয়ারম্যানের কাছে দাবিপত্র তুলে দিতে ১ এপ্রিল পিএসসি ভবন অভিযান করবে বাংলাপক্ষ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










