Republic Day: বাঙালি রেজিমেন্ট দাবির পক্ষে আন্দোলনে বাংলা পক্ষ

Republic Day

সাধারণতন্ত্র দিবসে (Republic Day) বাংলা পক্ষ ফের সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্টের দাবিতে সরব হলো। সংগঠনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। সেখান থেকেই সেনাবাহিনীতে বাঙালিদের রেজিমেন্ট দাবির পক্ষে স্লোগান তোলা হয়।

বাংলা পক্ষ জানাচ্ছে, দেশের সেনাবাহিনীতে শিখ, গোর্খা, মারাঠা, নাগা রেজিমেন্ট আছে। তাদের প্রশ্ন কেন বাঙালি রেজিমেন্ট থাকবে না। বাংলা পক্ষর যুক্তি, বাঙালির নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের মূলধারার সশস্ত্র বিপ্লব হয়েছিল। রাসবিহারী বসু ও নেতাজী সুভাষচন্দ্র নেতৃত্বে ছিলেন আজাদ হিন্দ বাহিনীর।

   

সাধারণতন্ত্র দিবসের দিন বাঙালি রেজিমেন্ট চেয়ে সুভাষচন্দ্র বসু নামাঙ্কিত ট্যাবলো শোভাযাত্রা বের করে সংগঠনটি।

এই ট্যাবলো শোভাযাত্রা শুরু হয় টালিগঞ্জের নেতাজী নগরে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে। শোভাযাত্রা শেষ হল সুভাষচন্দ্র বসুর পৈত্রিক ভিটা কোদালিয়ায়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, ডঃ অরিন্দম বিশ্বাস, অমিত সেন, সোয়েব আমিন এবং জেলা নেতৃত্ব কুষ্ণাভ মন্ডল, অভিজিৎ কুন্ডু, অরুন সেন সহ অন্যান্যরা।

সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে বাংলা পক্ষ। তাদের যুক্তি, কেন বারবার বঞ্চিত হবে স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরানো বাঙালি জাতি? বাঙালি বিপ্লবীদের প্রাপ্য সম্মান চাই। এমনই দাবি রেখেছে সংগঠনটি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলা পক্ষর দাবি, ভারতীয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই। সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন