Manoranjan Byapari: রাজনীতিতে এসে বড় পাওনা শুভেন্দুর সঙ্গ: মনোরঞ্জন

Balagarh Trinamool MLA Manoranjan Byapari Acknowledges Subhendu Adhikari's Aptitude in Politics

লেখক থেকে বিধায়ক। তারপর থেকে নানা বিতর্ক। রাজনীতির ময়দানে যেন আনফিট। এমনই মনে করতেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি (Manoranjan Byapari)। তাঁর মুখেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা।

নানা বিতর্ক। দলের অন্দরে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ, অনুযোগ। বিতর্ক বাড়তে ফেসবুক পোস্ট মুছেও দিয়েছেন। এবার সেই ফেসবুকেই চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যাপারি।

   

মঙ্গলবার সকালে বিধায়ক ব্যাপারি ফেসবুকে জানান তিনি রাজনীতিতে কী পেয়েছেন। তাতেই উঠে এসেছে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ। লিখেছেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হলেই তিনি হাত তুলে নমস্কার করে, আলিঙ্গন দেয়। বলে- আপনার মতো লোকের রাজনীতিতে থাকা একান্ত দরকার! এই প্রাপ্তি তো রাজনীতির জন্য। রাজনীতিত্ না এলে উনি কী আমাকে চিনতেন?”

শুধু শুভেন্দু অধিকারী নন। মনোরঞ্জন ব্যাপারির ফেসবুক পোস্টে জায়গা পেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। অবশ্যই প্রশংসার পাত্র হিসেবে। লিখেছেন, “আইএসএফ নেতা ভাইজান নওশাদ সিদ্দিকির সঙ্গে দেখা হলেই হাত ধরে টেনে বিধানসভার ক্যান্টিনে নিয়ে যায়। আমাকে তো বটেই, আমার গার্ড এবং ড্রাইভারদেরও চা-টোস্ট খাওয়ায়। শরীর-স্বাস্থ্যের খোঁজ নেয়।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন