vande bharat: আক্রমণের মুখে বন্দে ভারত থেকে পুরুলিয়া এক্সপ্রেস, উঠছে একাধিক প্রশ্ন

পুরুলিয়া এক্সপ্রেস থেকে শুরু করে বন্দে ভারত (vande bharat)। সব ট্রেনের ওপর চলছে অত্যাচার। মারা হচ্ছে পাথর। ভাঙা হচ্ছে কাঁচ। কারা কেন এই কাজ করছেন…

vande bharat

পুরুলিয়া এক্সপ্রেস থেকে শুরু করে বন্দে ভারত (vande bharat)। সব ট্রেনের ওপর চলছে অত্যাচার। মারা হচ্ছে পাথর। ভাঙা হচ্ছে কাঁচ। কারা কেন এই কাজ করছেন তা বোঝা যাচ্ছে না কিন্তু ঘটছে।

পুরুলিয়া এক্সপ্রেসের ওই ট্রেনের এক যাত্রী বলেছেন যে, ‘এতদিন শুনে এসেছি ট্রেনে পাথর ছোঁড়ার গপ্প। আজ বছরের প্রথম দিনে এই দুর্ঘটনার সাক্ষী থাকলাম । দুর্ঘটনা না বলে ক্রাইম এবং অব্যবস্থা বললেই ভালো হবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পুরুলিয়া এক্সপ্রেস (১২৮২৭) , কোচ নম্বর ডি৩, প্যাসেঞ্জার সিট নম্বর ৭৩ । বছর ৩০ এর ছেলেটি জানালার ধারের সিট এ ঘুমোচ্ছিল , ট্রেন ছুটছে, সন্ধে নাগাদ ৫:৪৮ পাকুরিয়া পেরিয়ে পাঁশকুরা ক্রস করার আগে হঠাৎ জানালার কাঁচ তার মুখের, গায়ের ওপর ভেঙে পড়ল । কোনো একজন বাইরে থেকে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দিয়েছে । ছেলেটি কর্মসূত্রে সোমবার কাজে যোগ দিতে পুরুলিয়া যাচ্ছিল। ছেলেটির মুখ থেকে রক্তের বন্যা শুরু হয়ে গেছে । এরপর সহযাত্রীদের চেষ্টায় টিটি কে খবর দেওয়া হলে উনি একটি লেডিস হ্যান্ড ক্লাচ টাইপের মত ব্যাগ আনলেন । তাতে বোরোলিন, লিউকুলাস্ট , কিছু ট্যাবলেট ছিল । দরকার ছিল একটু আয়োডিন জাতীয় ওষুধের , First Aid বক্সের কথা জিজ্ঞেস করতে উনি বললেন যা ছিল উনি এনেছেন ।”

জানা যায়, একজন সহযাত্রী তুলো দিলেন বলে তুলো , বোরোলিন দিয়ে মুখে সেঁটে দিলেন । খড়গপুর রেলওয়ে কনট্রোল রুম এ ফোন করে খবর দিলেন। খড়গপুর স্টেশনে ডক্টর ওই ছেলেটিকে নিয়ে স্টিচ করতে হসপিটাল নিয়ে গেলেন । টিটি বাবু কে জানালার কাঁচ টি ঢাকার ব্যবস্থা করতে বললে উনি জানান এখন কিছুই করার নেই ট্রেন সার্ভিসের জন্য যখন যাবে তখন হবে।

প্রশ্ন উঠছে
১) পুরুলিয়া এক্সপ্রেস এর মত সুপারফাস্ট ট্রেন, কিন্তু একটি ফার্স্ট এড বক্স নেই ? নাকি নিয়মকে ফাঁকি ?
২) এই ঠান্ডা তে এত বড় জানাল দিয়ে হাওয়া ঢোকা কি বন্ধ করা যেত না ?
৩) যে অজ্ঞাত চরিত্র বিশিষ্ট অসামাজিক ব্যক্তি পাথর টি ছুড়েছিলেন তিনি এই সমাজেই থাকেন।
৪) গোটা ঘটনার শুরু থেকে খড়গপুর স্টেশন এমনকি ট্রেন বাঁকুড়া ঢুকতে চলেছে তবু কোনো আরপিএফ কে দেখা গেলো না , রিপোর্টিং তো অনেক দূর।

দুয়েকদিন আগেই ঘটা করে নতুন বন্দেভারত ট্রেন শুরু হয়েছে। ওতেও পাথর ছোঁড়া হয়েছে ? প্রশ্ন উঠেছে এইরকম ঘটনা ঘটতে থাকলে নতুন কিছুর আশা কি থাকবে ?