Lightening: ঝড়ের সময় আম কুড়োতে গাছতলায়! আচমকা বজ্রপাতে মৃত্যু মালদহের ১১ জনের

আকাশ কালো করে (Lightening) বৃষ্টি নেমেছিল। সঙ্গে চলছিল তীব্র ঝড়। আম কুড়োতে গাছতলায় গিয়েছিলেন অনেকেই। আচমকা বজ্রপাতে মৃত্যু হল ১১ জনের। মালদহ জেলার একাধিক এলাকা…

Lightening

আকাশ কালো করে (Lightening) বৃষ্টি নেমেছিল। সঙ্গে চলছিল তীব্র ঝড়। আম কুড়োতে গাছতলায় গিয়েছিলেন অনেকেই। আচমকা বজ্রপাতে মৃত্যু হল ১১ জনের। মালদহ জেলার একাধিক এলাকা থেকে মৃত্যুর খবর মিলেছে।

মৃতদের মধ্যে বেশিরভাগ নাবালক ও যুবক। এক প্রৌঢ়াও প্রাণ হারিয়েছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তাঁর। মালদহের জেলাশাসক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

   

মৃতেরা হলেন – চন্দন সাহানি (৪০), মনোজিৎ মণ্ডল (২১), রাজ মৃধা (১৬), অসিত সাহা (১৯), শেখ সাবরুল (১১), রানা শেখ (১১), অতুল মণ্ডল (৬৫), সুমিত্রা মণ্ডল (৪৫), নয়ন রায় (২৩), প্রিয়াঙ্কা সিংহ (২০), পঙ্কজ মণ্ডল (২৩)। 

Mamata Banerjee: ‘বদলা আমি নিয়েই ছাড়ব’, মমতার মুখে প্রতিশোধের হুমকি

জেলাশাসক নিতিন সিংহানিয়া বলেন, নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। কিন্তু বড় বিপর্যয় ঘটে গিয়েছে। বজ্রপাতে মৃত ব্যক্তিদের পরিবারকে দুর্যোগ তহবিল থেকে দু’লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিন দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় মালদহে। সেই সময় পুরাতন মালদহের সাহাপুরের বেশ কয়েকজন আম কুড়োতে গিয়েছিলেন। বজ্রপাতে মৃত্যু হয় – চন্দন সাহানি, মনোজিৎ মণ্ডল এবং রাজ মৃধার। গাজোলের আম কুড়োতে গিয়ে মৃত্যু হয় একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহার।

Abhijit Ganguly: স্বস্তি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কী নির্দেশ হাইকোর্টের?

মানিকচক ব্লকে আম কুড়োতে গিয়ে মৃত্যু হয় তিনজনের। তাঁদের নাম – শেখ সাবরুল, রানা শেখ এবং অতুল মণ্ডল। জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার বাসিন্দা সুমিত্রা মণ্ডলের। হরিশ্চন্দ্রপুরে পাটের জমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় নয়ন রায় এবং প্রিয়াঙ্কা সিংহের। ইংরেজবাজারে জমির কাজ করতে গিয়ে মৃত্য হয় পঙ্কজ মণ্ডলের।