AMC: তৃণমূলের পতাকা নিয়ে কী করছেন BJP বিধায়ক অগ্নিমিত্রা, আসানসোল সরগরম

চলতি হাওয়া বিজেপি ত্যাগের। তবে কি এবার বিধায়ক অগ্নিমিত্রাও (Agnimitra Paul)? পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগম ভোট সরগরম হয়েছে একটি ছবিতে। বিতর্ক প্রবল। Advertisements ছবিতে…

Agnimitra Paul

চলতি হাওয়া বিজেপি ত্যাগের। তবে কি এবার বিধায়ক অগ্নিমিত্রাও (Agnimitra Paul)? পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগম ভোট সরগরম হয়েছে একটি ছবিতে। বিতর্ক প্রবল।

Advertisements

ছবিতে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য নেত্রী ও আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল তৃণমূল কংগ্রেসের পতাকা জড়ানো একটি কুকুরের পিঠে হাত বুলোচ্ছেন।

বিজ্ঞাপন

এই ছবি আসানসোল ছাড়িয়ে আসন্ন পুরভোটের সবকটি এলাকায় বিতর্ক তৈরি করেছে। ছবিতে বিজেপির প্রতীক দেওয়া একটি গলবস্ত্র রয়েছে অগ্নিমিত্রার।

ঘটনার সূত্রপাত আসানসোল পুরনিগমের শুক্রবারের প্রচার থেকে। অগ্নিমিত্রা ৫৬ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন। তখনই দেখেন, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা জড়ানো একটি কুকুর তাঁর পিছুপিছু ঘুরছে।

অগ্নিমিত্রা সেই কুকুরের গা থেকে তৃণমূলের পতাকাটি খুলে পরম যত্নে একটি টালির ছাদে রেখে দেন। কুকুরটির সঙ্গে অগ্নিমিত্রার ছবি ভাইরাল হয়। সেই সঙ্গে ভাইরাল হয়েছে “তৃণমূলের দলীয় পতাকার সম্মান রক্ষা করলেন বিজেপি’র রাজ্যনেত্রী বিধায়ক অগ্নিমিত্রা” এই বাক্য। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, সৌজন্যবসত বিধায়ক এমন করেছেন। তৃ়ণমূল কংগ্রেস তাদের পতাকা কোথায় রাখতে হবে জানে না।

তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি আগে নিজের দলের নেতাদের অবস্থান ঠিক করুক। তারা কেন বিদ্রোহ করছেন। বিজেপি ত্যাগ করা বর্তমান টিএমসি নেতা বাবুল সুপ্রিয় আগেই জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি বিলুপ্ত হবে।

কলকাতা পুরনিগমে রাজ্যে বিরোধী দল বিজেপির ভরাডুবি হয়েছে। ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট। আসানসোল পুরনিগমের ভোটে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বামেদের লড়াইয়ে কলকাতার মতো পুনরাবৃত্তি হবার আশঙ্কা করছেন জেলা বিজেপি নেতৃত্ব।
অগ্নিমিত্রার ছবি দেখে বামপক্ষের কটাক্ষ, পুরো বিজেমূল!