পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় বিক্ষোভ গেরুয়া শিবিরে

তৃণমূলের পর এবার বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষোভে নামল বিজেপির নেতা-কর্মীরা। সোমবার বিভিন্ন জেলার পুরভোটের তালিকা প্রকাশ হতেই ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরে। সোমবার…

তৃণমূলের পর এবার বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষোভে নামল বিজেপির নেতা-কর্মীরা। সোমবার বিভিন্ন জেলার পুরভোটের তালিকা প্রকাশ হতেই ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরে।

সোমবার শ্রীরামপুরের পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করে দলীয় নেতৃত্ব। এরপরই বিজেপির পার্টি অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে নেতা-কর্মীরা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দিলেপদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন দলীয় নেতারা। অভিযোগ, যারা পুরভোটে দাঁড়ালে বিজেপির জয় নিশ্চিত ছিল তাঁদেরই টিকিট দেওয়া হয়নি।

বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদেও। প্রার্থী পছন্দ না হওয়ায় উত্তর মুর্শিদাবাদে জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ শুরু হয় সোমবার সন্ধ্যে থেকে। বিক্ষোভে সামিল ছিল জঙ্গিপুর পুরসভার একাংশ। তাদের দাবি, দ্রুত প্রার্থী বদল করতে হবে। পাশাপাশি, মনোনীত প্রার্থীর সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে বলেও অভিযোগ উঠেছে। কোচবিহারের ছবিটা একইরকম।

উল্লেখ্য, গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্য জুড়ে দলীয় নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রার্থী বদলের দাবিতে রাস্তায় টায়ার জালিয়ে, পথ অবরোধ করে, ধর্নায় বসে বহু কর্মী-সমর্থক। সোমবার সেই একই পথে হাটল গেরুয়া শিবির।