SSC: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতিতে CBI তদন্ত, কেঁচো খুঁড়তে কেউটে বেরনোর সম্ভাবনা

News Desk: ফের সিবিআই। ফের কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার আশঙ্কা সরকারের ঘরে। কী হবে তদন্তে? প্রবল চাপে রাজ্য সরকার। এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির…

TMCP to Stage Protest and Hold Rally Over Recruitment Scam Issue

News Desk: ফের সিবিআই। ফের কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার আশঙ্কা সরকারের ঘরে। কী হবে তদন্তে? প্রবল চাপে রাজ্য সরকার। এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে টানা সওয়াল জবাবের পর সিবিআই তদন্তে শিলমোহর পড়তেই রাজনৈতিক মহল সরগরম।

২০১৯ সালে গ্রুপ ডি অর্থাৎ চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ সংক্রান্ত প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও প্রচুর নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলায় সিবিআই তদন্ত করবে জানাল আদালত। রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

CBI-Office

আদালতের নির্দেশে সিবিআই ৫ জন কে নিয়ে কমিটি করবে। কলকাতা সিবিআই ডি আই জি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে কমিটি গঠন হবে।

Advertisements

এসএসসির পক্ষে আইনজীবী কিশোর দত্ত আবেদন করেন, অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। বিচারপতি বলেন আমি রাজ্যের কোনও তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তে ভরসা পারছি না।

আমাদের জনগণের স্বার্থ দেখতে হবে। মিস্ক্রেন্ট এর কোনও রং হয় না। তারা সুবিধাবাদি সেই মত রং চেঞ্জ করে। আমি চাই সেই মিস্ক্রিন্ট দের বের করে চিহ্নিত করতে।