Birbhum: ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র ‘দোতারা’ শান্তিনিকেতনের নতুন সেলফি পয়েন্ট

শান্তিনিকেতনের নতুন সেলফি পয়েন্ট দুর্নীতির মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘দোতারা’ বাংলো। রেশন দুর্নীতির তদন্তে মন্ত্রীকে শুক্রবার ভোরে তাঁর কলকাতার বাড়ি থেকে তুলে নিয়ে যায়…

শান্তিনিকেতনের নতুন সেলফি পয়েন্ট দুর্নীতির মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘দোতারা’ বাংলো। রেশন দুর্নীতির তদন্তে মন্ত্রীকে শুক্রবার ভোরে তাঁর কলকাতার বাড়ি থেকে তুলে নিয়ে যায় ইডি। পরে জানানো হয় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি ও জেরায় উঠে এসেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিলাসবহুল বাংলোর ঠিকানা। শান্তিনিকেতনের রতনপল্লীতে আছে সেই বাংলো। সেটির দাম আনুমানিক ৬ কোটিরও বেশি। অভিযোগ, রেশন দুর্নীতিতে জড়িত মন্ত্রী বিপুল বেআইনি আর্থিক সম্পদের মালিক।

শান্তিনিকেতন সরগরম। দোতারা নামে বাড়ি অনেকেই দেখেছেন। তবে সেটি যে জ্যোতিপ্রিয় মল্লিকের তা এলাকাবাসী অনেকেই জানেন না। প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তেমন দেখা যেত না এই ভবনে বলে জানাচ্ছেন অনেকে। কেউ কেউ এসে দোতারা ভবনের সামনে সেলফি তুলছেন। এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে ততকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতার বিপুল সম্পদ মিলেছিল। সেই তদন্তে শান্তিনিকেতনের ‘অপা’ বাংলো ছিল চর্চিত। এবার চর্চায় জ্যোতিপ্রিয়র ‘দোতারা’ ভবন।

কোটি কোটি টাকার এই বাংলোগুলির পাশে জৌলুসহীন বীরভূম জেলা তৃ়নমূল সভাপতি অনুন্নত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বিশাল বাড়িটা। বাড়ি মালিক অনুব্রত ওরফে কেষ্ট গোরু পাচার মামলায় তিহার জেলে বন্দি। বিপুল আর্থিক সম্পত্তির মালকিন তার কন্যা সুকন্যাও তিহারে বন্দি। জানা যাচ্ছে, অনুব্রতর পরামর্শে পার্থ ও জ্যোতিপ্রিয় তাদের বাংলো কিনেছিলেন। এলাকাবাসীর কটাক্ষ রবীন্দ্রনাথ এখন ফিকে! বোলপুর-শান্তিনিকেতনের আকর্ষণ দুর্নীতির মামলায় ধৃত তৃণমূল সরকারের মন্ত্রী নেতাদের বাংলোগুলো।