তৃণমূলে এলেও বাঙালির শত্রু থাকবে অর্জুন সিং: গর্গ চট্টোপাধ্যায়

তৃণমূলে ফিরছেন অর্জুন সিং (Arjun Singh)। আজই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেবেন তিনি। এই সমস্ত জল্পনার মধ্যে ফের অর্জুন সিংয়ের…

Garga Chatterjee

তৃণমূলে ফিরছেন অর্জুন সিং (Arjun Singh)। আজই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেবেন তিনি। এই সমস্ত জল্পনার মধ্যে ফের অর্জুন সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বাংলা পক্ষের৷ বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee) নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “অর্জুন সিং কংগ্রেসে থাকতে বাঙালির শত্রু ছিল, তৃণমূলে থাকতে বাঙালির শত্রু ছিল, বিজেপিতে থেকে বাঙালির শত্রু আছে, তৃণমূলে এলে বাঙালির শত্রু থাকবে”।

এর আগে অর্জুন সিংয়ের কার্যকলাপ নিয়ে বিরোধিতা জানিয়েছিলেন গর্গ চট্টোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্জুন সিংয়ের মন্তব্যের চরম বিরোধিতা করেছিলেন। আজ অর্জুন সিংয়ের দলবদলের আগে সেই কথাও উল্লেখ করে গর্গ নিজের ফেসবুক পোস্টে লেখেন, “বাঙালির শত্রু অর্জুন সিং হুঙ্কার দিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুরে ঢুকতে দেবেনা। বাংলা পক্ষ প্রতিবাদ করেছিল। সেইদিন আমরা ভুলিনি, ভুলবোওনা”।

রাজ্য রাজনীতিতে বাংলা পক্ষ তৃণমূল ঘেঁষা বলেই মনে করেন অনেকে। এমনকি তাঁদের একাধিক মন্তব্যে বিজেপি বিরোধিতা সেটার প্রমাণ দেয়। এবার তৃণমূলের ঘর ওয়াপসি হওয়া অবাঙালি হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কেন করল বাংলা পক্ষ? প্রশ্ন রাজনৈতিক মহলের৷
উল্লেখ্য, আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে ঘর ওয়াপসি করতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তার এই দলবদলের জল্পনা গত একমাস ধরে চলছিল৷ রবিবারের সকালেই সেই জল্পনার অবসান ঘটিয়েছেন অর্জুন নিজেই। কিন্তু এরই মধ্যে বাংলা পক্ষের বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।