Arjun Singh: ‘টিকিটের লোভে নয় ব্যারাকপুরকে বাঁচাতে বিজেপিতে যাচ্ছি’, জানালেন অর্জুন

Arjun Singh is joining BJP

অবশেষে দিল্লিতে হাজির হলেন ব্যারাকপুরের অর্জুন সিং (Arjun Singh)। সবকিছু ঠিকঠাক থাকলে আজ শুক্রবারই যোগ দেবেন বিজেপি (BJP)-তে।

তিনি বলেন, ‘আমি বিজেপিতে যোগ দিচ্ছি।’ জানা গিয়েছে, এদিন তৃণমূলের আর এক হেভিওয়েট সাংসদ দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেবেন। গতকাল বৃহস্পতিবার অর্জুন সিং জানান, ‘আমার সঙ্গে আরও বড় মাপের নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন’ । ব্যারাকপুরের হাজার হাজার লোক যোগ দেবেন। আমৃত্যু বিজেপি করবো।’ তিনি জানান, ‘টিকিটের জন্য বিজেপিতে যাচ্ছি না। ব্যারাকপুরকে বাঁচানোর জন্য বিজেপিতে যাচ্ছি। ব্যারাকপুর থেকে বিজেপি তাঁকে প্রার্থী করবে কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দল সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।”

   

 

তিনি জানান, ‘বিজেপিতে যাবো এটা কনফার্ম। তৃণমূলে যাওয়া ভুল ছিল। প্রার্থী হলেও নৈহাটিতে পুজো দিয়ে প্রচার শুরু করবো। দিল্লি বা কলকাতায়, যে কোনও জায়গায় যোগ দিতে পারি বিজেপিতে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন