Arjun Singh: বড় মাপের নেতার সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং

Arjun Singh

লোকসভা ভোটের আগে ফের একবার বড় চমক দিলেন অর্জুন সিং (Arjun Singh)। বিজেপিতেই ফিরছেন, আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নিজেই ঘোষণা করে দিলেন অর্জুন সিং।

তিনি জানান, ‘আমার সঙ্গে আরও বড় মাপের নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন’ । ব্যারাকপুরের হাজার হাজার লোক যোগ দেবেন। আমৃত্যু বিজেপি করবো।’ প্রশ্ন উঠছে, আজই গেরুয়া শিবিরে যোগ দেবেন অর্জুন?

   

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লোকসভা ভোটে ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রচারের রণকৌশল ঠিক করে ফেলেছেন অর্জুন সিং। অর্জুন সিং জানান, ‘আজ হোক কাল হোক বিজেপিতে ফিরবই। বিজেপিতে যাবো এটা কনফার্ম। তৃণমূলে যাওয়া ভুল ছিল। প্রার্থী হলেও নৈহাটিতে পুজো দিয়ে প্রচার শুরু করবো। দিল্লি বা কলকাতায়, যে কোনও জায়গায় যোগ দিতে পারি বিজেপিতে।’  

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন