Arjun Singh: লোকসভার ‘ভোট-খেলা’য় মাঠের বাইরে দলবদলু অর্জুন

Arjun Singh Partha Bhowmik

ব্রিগেড মঞ্চ থেকে বাংলার ৪২ আসনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। একাধিক আসনে নতুন মুখ যেমন আনা হয়েছে, তেমনি বাদ পড়েছে অনেকে। তেমনি একজন ব্যারাকপুরে অর্জুন সিং (Arjun Singh)। বাদ পড়লেন অর্জুন। ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী হলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। লোকসভায় টিকিট জুটলো না অর্জুনের। যদিও টিকিট না পেয়ে তাঁর দাবি, ‘ কোনরকম হতাশ নেই। সময় এলে জবাব দেব।’

Advertisements

এখন প্রশ্ন কোন অঙ্কে টিকিট পেলেন পার্থ ভৌমিক? বিজেপি ছেড়ে আসলেও অর্জুনকে কেনো প্রার্থী করলো না তৃণমূল? তৃণমূলের অন্দরের খবর, ২০১৯ এ যখন কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে প্রার্থী তালিকা ঘোষণা হয় সেখানে নাম ছিল না অর্জুনের। টিকিট না পেয়ে সেজন্য কালীঘাটে থেকে বেরিয়েই সোজা দিল্লী রওনা হন অর্জুন। পরের দিন দিল্লির অফিসে বিজেপিতে যোগ দেন অর্জুন। এরপর অনেক জল গড়িয়েছে।

২০২১ সালে বিজেপি ছেড়ে তৃণমূলেও ফেরেন অর্জুন। কিন্তু ঘরে ফিরলেও পরিবারের মানুষদের সঙ্গে বনিবনার অভাব ঘটে অর্জুনের। উত্তরের দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠে। অর্জুন যাতে টিকিট না পেয়ে, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম তার পুরোপুরি ব্যাবস্থা করেন। দলনেত্রীকে চিঠি পর্যন্ত লেখেন তিনি।

Advertisements

তবে সেসময় অর্জুনের চলে যাওয়াতে ২০২১ – এর বিধানসভায় কিছু যায় আসেনি তৃণমূলের। বরং পার্থ ভৌমিকের নেতৃত্বে ব্যারাকপুরে কেন্দ্রে খুব ভালো ফল করে তৃণমূল কংগ্রেস। সেই পুরস্কার স্বরূপ হয়তো পার্থ ভৌমিককে বেছে নিলো দল। তবে যারা টিকিট পাননি তাদের অন্য কাজে লাগাবেন বলেও এদিন ব্রিগেড মঞ্চ থেকে আশ্বস্থ করেছেন তৃণমূল নেত্রী মমতা।