Arjun Singh: ‘তড়িৎবরণের কাছ থেকে জনসংযোগ শিখেছি’, স্বীকারোক্তি অর্জুনের

১০ মার্চ তৃণমূলের গর্জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে। অনেকে ধরেই নিয়েছিল এবারের নির্বাচনে বারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী করা হবে…

Arjun Singh

১০ মার্চ তৃণমূলের গর্জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে। অনেকে ধরেই নিয়েছিল এবারের নির্বাচনে বারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী করা হবে অর্জুন সিংকে। কিন্তু না, বারাকপুরের তৃণমূলের হলে লড়বেন পার্থ ভৌমিক এমনই ঘোষণা করেন তৃণমূলের যুবরাজ। রাতারাতি নিজের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলেন অর্জুন সিং (Arjun Singh)। বদলে দেওয়ালে জায়গা করে নেয় মোদি অমিত শাহর ছবি।

লোকসভা ভোটের মুখে সরগরম বাংলা। বারাকপুরে এবার বিজেপি তৃণমূল জোরদার লড়াই হতে চলেছে। বিজেপি থেকে রাতারাতি টিকিত পাওয়ার পর ‘গুরু’ মুকুল রায়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন অর্জুন সিং। তিনি যাদের কাছে রাজনীতি শিখেছেন তাদের কথা কখনওই ভোলেন না বলে মনে করেছে ওয়াকিবহল মহল। এবার তিনি সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের কথা স্মরণ করলেন।

অর্জুন সিং বলেন, ‘সাংসদ থাকার সময় যে স্টাইলে কাজ করতেন সেটা আমার খুব ভালো লাগত। সেই জায়গা থেকে আমি ওঁর ফ্যান ছিলাম। রাতবিরেতে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। লোকজনের সঙ্গে কথা বলা আড্ডা মারা মানুষের সঙ্গে মিশে যাওয়া। এই যে জনসংযোগ এটা আমি ওঁর থেকে শিখেছি। সেটা আমি সবসময় বলি। বিরোধী থাকলেও বলি।

বারাকপুরের এবারের পদ্মশিবিরের প্রার্থী অর্জুন আরও বলেন, ‘যেটা যার ভালো সেটা বলতে হবে। আমার বিরোধী যদি ভালো কাজ করে, আমি গুড পলিটিশিয়ান তখনই হব আমার বিরোধীও ভালো কাজ করে এটা আমাকে স্বীকার করতে হবে।’ বারাকপুরে জমে উঠেছে ভোটের লড়াই। গতবারের সাংসদ মাটি ধরে রাখতে মরিয়া। পাশাপাশি ঘাসফুলের প্রার্থী পার্থ ভৌমিকও জয় পেয়ে মরিয়া। তাহলে বারাকপুরের মানুষে ভোটবাক্সে কাকে কাকে নির্বাচন করবে সেটাই এখন দেখার।