দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের হাতেই আক্রান্ত আরাবুল, গাড়ি লক্ষ্য করে ইট

ভাঙর:  আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। নিজ গড় ভাঙড়ে হামলার মুখে পড়লেন তৃণমূল নেতা৷ ব্য়াপক ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে৷ এদিনের হামলার পিছনে শওকত মোল্লার…

arabul islam attacked at bhangar

ভাঙর:  আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। নিজ গড় ভাঙড়ে হামলার মুখে পড়লেন তৃণমূল নেতা৷ ব্য়াপক ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে৷ এদিনের হামলার পিছনে শওকত মোল্লার অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়। শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও ব়্য়াফ। (arabul islam attacked at bhangar)

পতাকা তুলে গিয়ে আক্রান্ত arabul islam attacked at bhangar

এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা তুলতে যাচ্ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক৷ সেই সময়ই ‘তাজা নেতা’র গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ফেরার পথে হামলার মুখে পড়েন তিনি৷ এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি তিনি৷ খানিক বিরক্তির সুরেই তিনি বলেন, ‘‘আজ দলের প্রতিষ্ঠা দিবস। এই নিয়ে কিছু বলতে চাই না। যে যা পারে করুক।’’ ওই কথা বলে আরাবুল যখন গাড়ির দিকে এগিয়ে যান, তখন ফের তাঁকে দেখে একদল তৃণমূল কর্মী বিক্ষোভ দেখান। তবে, সঙ্গে সঙ্গে তাঁদের আটকে দেয় পুলিশ।

   

প্রতিক্রিয়া শওকতের arabul islam attacked at bhangar

আরাবুলের গাড়িতে হামলা নিয়ে মুখ খোলেন শওকত৷ তিনি বলেন, ‘‘আজ ভাঙড় বিধানসভায় ১৩টি অঞ্চলে দলের পতাকা উত্তোলন করা হয়েছে। দলের পক্ষ থেকে গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণের কাজও চলছে৷ বুথ কমিটির নেতারা দায়িত্ব নিয়ে সব কাজ করছেন। শুনলাম, এক বার পতাকা তোলার পর আবারও সেই জায়গায় পতাকা উত্তোলন করতে গিয়েছেন উনি (আরাবুল)।’’ এখানেই থামেননি শওকত৷ তিনি আরও বলেন, ‘‘এই মুহূর্তে উনি দলের কোনও পদে নেই। উনি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন কেন জানি না। বিষয়টি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব।’’ 

 

 West Bengal: TMC leader Arabul Islam was attacked in his stronghold of Bhangar. His car was vandalized, allegedly by followers of Shaukat Molla. The incident has sparked tension in South 24 Parganas. Police and RAF have been deployed to control the situation.