আগ্রা: মুম্বইয়ের নাগপাড়া এলাকায় একটি ১৪৪ বর্গফুটের একটি দোকান কিনেছিলেন তিনি৷ তবে তিনি শুধু একটি সম্পত্তি কেনেননি, এর মধ্যে দিয়ে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি সুযোগও দেখেছিলেন। ২৩ বছর আগে ২০০১ সালের সেপ্টেম্বরে আয়কর দপ্তরের একটি নিলামে ২ লক্ষ টাকায় এই দোকানটি কিনেছিলেন হেমন্ত জৈন। সেই সময় তাঁর বয়স ছিল ৩৪ বছর৷ তবে এই দোকান কেনার পর থেকেই শুরু হয় লম্বা প্রশাসনিক লড়াই। (up man buys dawood-s shop)
ফাইল উধাও up man buys dawood-s shop
জৈন বলেন, ‘‘যখন সম্পত্তিটি কিনেছিলাম, তখন কর্মকর্তারা আমাকে ভুল তথ্য দিয়েছিলেন। তারা বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পরে জানতে পারি এমন কোনও নিষেধাজ্ঞা ছিল না।” আয়কর দফতরের আধিকারিকরা বলেছিলেন, ‘মূল ফাইলগুলো হারিয়ে গিয়েছে।’’ যার ফলে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াও থমকে যায়৷
প্রধানমন্ত্রীর কার্যালয়েও একাধিকবার চিঠি up man buys dawood-s shop
প্রধানমন্ত্রীর কার্যালয়েও একাধিকবার চিঠি পাঠান তিনি৷ কিন্তু কোনও অগ্রগতি হয়নি। ২০১৭ সালের মধ্যে সম্পত্তির ফাইল পুরোপুরি হারিয়ে যায়। জৈনকে বলা হয় যে, স্ট্যাম্প ডিউটি বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে পরিশোধ করতে হবে। সেই সময় বাজার মূল্য ছিল ২৩ লক্ষ টাকা। রেজিস্ট্রেশন ফি এবং জরিমানা, তাঁকে আরও সমস্যার মধ্যে ফেলে৷
তাঁর কথায়, ‘‘যেহেতু আমি সম্পত্তিটি নিলামে কিনেছিলাম, স্ট্যাম্প ডিউটি বাজার মূল্যের ভিত্তিতে হিসাব করা উচিত ছিল না, ‘‘তা সত্ত্বেও দেড় লত্র টাকা স্ট্যাম্প ডিউটি ও জরিমানা পরিশোধ করার পর ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ওই দোকানটি নিজের নামে রেজিস্ট্রেশন করিয়ে নেন জৈন৷ তিনি বলেন, ‘‘এখন সম্পত্তি আমার নামে, আমি দখলও নেব৷’’
দাউদের সাগরেদদের দখলে দোকান up man buys dawood-s shop
উল্লেখ্য, এই দোকানটি এখনও দাউদ ইব্রাহিমের সাঙ্গপাঙ্গরা দখল করে রেখেছে। সেখানে একটি লেদ মেশিনের কারখানা গড়ে তোলা হয়েছে। জৈন বলেন, “কর্তৃপক্ষ বলেছিল, এই সম্পত্তির কথা ভুলে আমি যেন শান্তিপূর্ণ জীবন যাপন করি। কিন্তু আমরা গ্রামবাসীরা ভয় পেতে জানি না।”
এই দোকানটি ছিল সেই সমস্ত সম্পত্তির মধ্যে অন্যতম, যা সরকার দাউদ ইব্রাহিমের অপরাধমূলক সাম্রাজ্য থেকে জব্দ করেছিল। জৈন এবং তাঁর ভাই পিয়ুষ প্রথম এই ধরনের সম্পত্তি কেনার সাহস দেখান। তাদের এই পদক্ষেপ অনেককেই অনুপ্রেরণা জুগিয়েছে।
জৈনের সাহসিকতার প্রশংসা up man buys dawood-s shop
রাজনীতিবিদেরাও হেমন্ত জৈনের সাহসিকতার প্রশংসা করেছেন। সমাজবাদী দলের নেতা রামজিলাল সুমন এবং প্রাক্তন বিধায়ক আজিম ভাই রাজ্য সরকারের কাছে চিঠি লিখে জৈনকে সম্মানিত করার সুপারিশ করেছেন। তবে জৈন বলেন, “এই লড়াই শুধু সম্পত্তি দখলের নয়। এটি দাউদ ইব্রাহিমের আধিপত্যকে চ্যালেঞ্জ করার সংগ্রাম।”
Bharat: Hemant Jain’s 23-year-long battle over a 144 sq ft shop in Mumbai’s Nagpada area continues. Purchased in a 2001 auction, Jain faces administrative hurdles and missing files. Discover the challenges and updates on this property dispute.