Mohammed Salim: লাল-ঝান্ডার পাশাপাশি ডান্ডাটাকেও মজবুত করার নিদান দিলেন সেলিম

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন সমস্ত দলের নেতারা৷ শুক্রবার সারা ভারত খেতমজুর ইউনিয়নের সম্মেলনের প্রকাশ্য সভায় হুঁশিয়ারি দিলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)

MD Salim

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন সমস্ত দলের নেতারা৷ শুক্রবার সারা ভারত খেতমজুর ইউনিয়নের সম্মেলনের প্রকাশ্য সভায় হুঁশিয়ারি দিলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)৷ তিনি বলেন, গতবার ভোট লুঠ হয়েছে। এবার ভোট লুঠ রুখতে হলে লাল ঝান্ডার পাশাপাশি ডান্ডাটাকেও শক্ত করতে হবে৷

এদিন তিনি বলেন, গতবারের পঞ্চায়েত ভোটে আমরা ভোট লুঠ হতে দেখেছি। তৃণমূল ভোট করতে দেয়নি। এবার আর তা হবে না। মানুষ জাগছে। পঞ্চায়েত ভোটে মানুষের প্রতিরোধ গড়ে উঠবে। আপনারা কেবল লাল ঝান্ডার পাশাপাশি ডান্ডাকেও মোটা আর মজবুত করে রাখুন, তাতেই কাজ হবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

একইসঙ্গে দুর্নীতি প্রসঙ্গে সরব হন বর্ষীয়ান বাম নেতা। তিনি বলেন, আমরা বহুদিন ধরে বলে এসেছি, পঞ্চায়েতে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। শিক্ষাক্ষেত্রে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা কামানো হয়েছে। বিজেপি এতদিন চুপ করে বসে ছিল। আমরা যেই বললাম, চোর ধরো জেল ভরো, তখনই বিজেপিও নড়েচড়ে বসল। তাঁর কথায়, যাহা ছাপ্পান্ন তাই নবান্ন। তৃণমূল বিপদে পড়লে বিজেপি বাঁচাবে৷ বিজেপি বিপদে পড়লে তৃণমূল বাঁচাবে।

এদিন হাওড়ার বিজয়ানন্দ পার্কে খেত মজুর ইউনিয়নের সমাবেশ ছিল। সেখান থেকেই দীর্ঘ সময় ধরে আটকে থাকা হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে সরব হন তিনি। সেলিম বলেন, আমরা হাওড়াতেও পুরভোটের দাবি জানাচ্ছি। আমাদের দাবি চ্যালেঞ্জ নাও, নির্বাচনের ডাক দাও। অর্থাৎ, আগামী দিনে হাওড়ার নির্বাচনের দাবিতে বামেরা সরব হবেন৷ তা বুঝিয়ে দিলেন সেলিম।