গ্রেফতারির আশঙ্কায় ফের হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

গ্রেফতারির আশঙ্কায় আবারও একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শোনা যাচ্ছে, গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন, সেজন্য বীরভূমের এই দাপুটে নেতা আদালতের দ্বারস্থ হয়েছেন।

অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্তে সাহায্য করতে প্রস্তুত তাঁর মক্কেল, কিন্তু যেন কোনও কঠোর পদক্ষেপ না করা হয়। শুক্রবার শুনানির সম্ভবনা রয়েছে। প্রসঙ্গত, গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় সিবিআই। ১৪ মার্চ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১১টায় তাঁকে হাজিরা থাকতে বলা হয়েছে। এই নিয়ে চতুর্থবার তাঁকে তলব করা হয়েছে।

   

গ্রেফতারির আশঙ্কায় ফের হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

এর আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। যদিও তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এর আগেও তিন বার তিনি কখনও নির্বাচনী ব্যস্ততা, কখনও আবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল।

গরুপাচার মামলায় ১৪ ফেব্রুয়ারি সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেদিনও হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। ২৫ ফেব্রুয়ারি ফের তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার বিষয়টি আইনজীবীরা জানান। এদিন হাজিরা এড়িয়ে যান কেষ্ট। বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন