Jhulan Goswami: বিশ্ব ক্রিকেটে নজির গড়লেন ‘ ঝুলন দ্যা গ্রেট ‘

আরও একবার ইতিহাসের পাতায় নাম তুললেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বৃহস্পতিবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women’s World Cup 2022) সর্বোচ্চ উইকেট শিকারীর সঙ্গে একাসনে বসলেন তিনি। …

আরও একবার ইতিহাসের পাতায় নাম তুললেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বৃহস্পতিবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women’s World Cup 2022) সর্বোচ্চ উইকেট শিকারীর সঙ্গে একাসনে বসলেন তিনি। 

এদিন নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে একটি উইকেট নেওয়ার পরেই নজির গড়লেন বাংলার আপন ঝুলন। যুগ্মভাবে আইসিসি-র সর্বোচ্চ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট প্রাপকের সঙ্গে একই স্থানে চলে এলেন তিনি। ভারতের ৩৯ বছরের অভিজ্ঞ এই পেজ বোলার স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে (Lyn Fulltston)। 

মেয়েদের বিশ্বকাপে এখন ঝুলন ও প্রাক্তন অজি পেসার ফুলস্টনের উইকেট সংখ্যা সমান, ৩৯ টি উইকেট রয়েছে দুজনেরই নামের পাশে। আর একটি উইকেট নিতে পারলেই প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা টপকে যাবেন ‘ চাকদা এক্সপ্রেস ‘। 

ঝুলন এদিন ৯ ওভার বল করে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। তাঁর করা বলে উইকেট হারিয়েছেন নিউজিল্যান্ডের কেটি মার্টিন (৫১ বলে ৪১)। চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। সেই রেশ এখনও অব্যাহত।