তিহারে বসে রাইস মিলের অ্যাকাউন্ট খুলে‌ দেওয়ার আবেদন অনুব্রতর

গোরু পাচার মামলায় তিহার জেলে বন্দি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। জেল (Tihar Jail) থেকেই আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে…

anubrata_jial

গোরু পাচার মামলায় তিহার জেলে বন্দি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। জেল (Tihar Jail) থেকেই আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে দাবি রাইস মিলের জিনিসপত্র চুরি হচ্ছে।

বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে রাইসমিলের জিনিসপত্র চুরি হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা। একই সঙ্গে অনুব্রতর দাবি তাঁর অনুপস্থিতিতে প্রচুর জিনিস নষ্টও হয়ে যাচ্ছে। নিজের শারীরিক অবস্থা ভাল নেই বলেও জানান অনুব্রত। ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন গোরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত সায়গল হোসেনও।

   

অনুব্রত মণ্ডলের অভিযোগ রাইস মিলে চুরি হচ্ছে। মিলের দুটি অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। শ্রমিকরা পেমেন্ট পাচ্ছেন না। ২০০ শ্রমিক রয়েছে।

বিচারক রাজেশ চক্রবর্তী তার আবেদন শুনে জানান, “আপনার মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট তো খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। আপনার ও সিবিআই দু’পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।”

অনুব্রতর আর্জি শোনার পর বিচারক আইনজীবীকে আবেদনের জন্য বিষয়টি জানান। এই মামলার পরবর্তী শুনানি ৭ই জুন । বিচারক গোরু পাচার মামলার কেস ডাইরি দেখতে চেয়ে পাঠান।

Advertisements